জসিম হোসেন ক্রাইম রিপোর্টার ঝিনাইদহ।
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বলুহর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম নজু'র বিরুদ্ধে সংবাদ প্রকাশ করাই সাংবাদিককে হত্যা সহ গুম করে হুমকি দেওয়া হয়েছে।সরজমিনে খোঁজ খবর নিয়ে জানাযায়,উপজেলার বলুহর ইউনিয়ন পরিষদে একজন গ্রাম পুলিশের চাকুরী দেওয়ার কথা বলে চেয়ারম্যানের ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত একজন ব্যক্তির মাধ্যমে আর্থিক লেনদেনের অভিযোগ উঠে।সেই ভুক্তভোগী পরিবার চেয়ারম্যানের ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী পরিবার তার দেওয়া টাকা ফেরত নিতে।সাংবাদিকদের নিকট ভুক্তভোগী পরিবার গ্রাম পুলিশে চাকুরী দেওয়ার কথা বলে ৬ লাখ ৭০ হাজার টাকা নেওয়ার বিষয় বিস্তারিত জানালে সাংবাদিকরা ঘুষ বানিজ্যের অভিযোগে সংবাদ প্রকাশ করাই চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম নজুর ছোট ভাই ইয়ারুল ইসলাম(১৭ই-মে) বেলা আনুমানিক ১২ টার সময় বলুহর ভাটামতলা নামক স্থানে পূর্ব থেকে ওতপেতে বসে থেকে ডিএসি নিউজ ২৪ এর সম্পাদক মোঃ দেলোয়ার হোসেনের গতিপথ রোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ সহ মারমুখী আচরণ করে হত্যার হুমকি ধামকি সহ দেখে নেওয়ার কথা বলে,ইয়ারুল আরো বলেন আমরা দিনদুপুরে মানুষ মার্ডার করা মানুষ বিষয়টি তোর জানা আছে,
কয়েকদিন পরে সব টের পাবি তোরা সাংবাদিক তো সমস্যা কি তাসের মতো ফু দিয়ে উড়িয়ে দিবো ও আমার হাত থেকে কোনোদিন তোরা রেহাই পাবি না ও বাঁচতে পারবি না,মনে রাখিস যেকোনো সময় হতে পারে।কোটচাঁদপুর মডেল থানায় জীবনের নিরাপত্তা চেয়ে জিডি সহ অভিযোগ দায়ের করেন। এবিষয়ে কোটচাঁদপুর মডেল থানা'র দায়িত্ব'রত সেকেন্ড অফিসার এস আই মোঃ আলিমুল ইসলাম এ-র কাছে জানতে চাইলে জানান,ওসি স্যার সৈয়দ আল মামুন থানা'তে নেই ঢাকাতে গেছে আসলে অবশ্যই তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।
উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক
চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম
channel26ltd@gmail.com
১০৭ মতিঝিল বা/এ ( খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০
০১৬২৫৫৫৫০১২
Copyright © 2025 Cannel26 LTD. All rights reserved.