সিলেট অফিস;;
সিলেট নগরীতে দুর্বৃত্তের ছুরির আঘাতে এক কিশোর সবজি বিক্রেতা খুন হয়েছেন। আজ শুক্রবার (৩ মে) বিকেল ৫টার দিকে নগরীর চালিবন্দর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ আলী (১৭) কিশোরগঞ্জ জেলার বাজিতপুর এলাকার নুর আলীর ছেলে ও নগরীর ছড়ারপাড় এলাকার বাসিন্দা।
সিলেট কোতোয়ালী থানার সোবহানীঘাট ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) শামীম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে তিনি জানান, চালিবন্দর এলাকার ভৈরব মন্দিরের পাশে এই কিশোরকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে, তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি বলে জানান এসআই শামীম উদ্দিন।
স্থানীয়রা জানিয়েছেন জন্মদিনের কেক কাটা নিয়ে ছড়ারপাড় ও কামালগড় এলাকার কিশোরদের মধ্যে আগে থেকে বিরোধ ছিল। তার জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে।
নিহতের দুলাভাই তাজুল মিয়ার দাবি তার শ্যালককে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়েছে।
উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক
চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম
channel26ltd@gmail.com
১০৭ মতিঝিল বা/এ ( খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০
০১৬২৫৫৫৫০১২
Copyright © 2025 Cannel26 LTD. All rights reserved.