জসিম হোসেন সিনিয়র স্টাফ রিপোর্টার ঝিনাইদহ।
ঝিনাইদহের কোটচাঁদপুর ব্লাড ব্যাংকের উদ্যোগে প্রচন্ড তাপদাহে সারাদেশে জ্বলছে কর্মমূখী মানুষ। এদের মধ্যে সবচেয়ে বেশি কষ্টে আছে রিক্সাচালক, ভ্যান চালক, ইমারত শ্রমিকসহ বিভিন্ন পর্যায়ের কর্মজীবী মানুষ। এমন সব মানুষের নিয়ে কাজ করা কোটচাঁদপুর ব্লাড ব্যাংকের উদ্যোগে হাসি মুখে রক্তদান বাঁচতে পারে লক্ষ প্রাণ এই স্লোগানকে সামনে রেখে (১৭ এপ্রিল) রোজ শনিবার সকাল ৯ টা হইতে দুপুর ২ টা পর্যন্ত কোটচাঁদপুর ব্লাড ব্যাংক এর উদ্যোগে এক হাজার গ্লাসেরও বেশি বিশুদ্ধ ঠান্ডা পানি ও লেবুর শরবত বিতরণ করা হয়।
উপস্থিত চার্জার ভ্যান চালক রবিউল ইসলাম জানান, প্রচন্ড গরমে আমাদের ভ্যান চালাতে খুবই কষ্ট হয় তারপরও জীবিকার তাগিদে তীব্র রোদের ভিতরে ভ্যান নিয়ে বেরতে হয়। তিনি কোটচাঁদপুর ব্লাড ব্যাংক এর এমন ব্যতিক্রম উদ্যোগকে স্বাগত জানিয়ে বিশুদ্ধ ঠান্ডা পানি ও ঠান্ডা লেবু শরবত পান করতে পেরে আনন্দিত হন। পথচারী আমেনা বেগম জানান, অসুস্থ মেয়েকে ডাক্তার দেখাতে কোটচাঁদপুর সদর হাসপাতালে এসেছিলাম বাসায় যাওয়ার পথে ঠান্ডা লেবুর শরবত পান করার পরে স্বস্তি ফিরে পেলেন। তিনি ব্লাড ব্যাংকের প্রতি শুভকামনা জানিয়ে বাসায় পথে রওনা করেন।
সংগঠনের সভাপতি মোঃ আব্দুস সালামের দিকনির্দশনায় প্রোগ্রামটি সাফল্যমন্ডিত করতে উপস্থিত ছিলেন মো: রিয়াজ হোসেন ফারুক (কোটচাঁদপুর উপজেলা ভাইস চেয়ারম্যান), মো: রফিকুল ইসলাম (প্রভাষক সরকারি কে.এম.এইচ কলেজ), ডা. মো: তানভীর জামান প্রতিক (কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স), মো: সাদ আহাম্মেদ (লেকচারাল এস.ডি কলেজ সাফদারপুর), মো: মেহেদী হাসান (অর্থ সম্পাদক কে.বি.বি), মো: ইনারুল ইসলাম (দপ্তর সম্পাদক কে. বি.বি), ইমরান নাজির (সহ-দপ্তর সম্পাদক কে.বি.বি ), মো: শাকিল আহাম্মেদ (ক্রিয়া বিষয়ক সম্পাদক), জনি পারভ�
উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক
চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম
channel26ltd@gmail.com
১০৭ মতিঝিল বা/এ ( খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০
০১৬২৫৫৫৫০১২
Copyright © 2025 Cannel26 LTD. All rights reserved.