মোঃওয়াহেদুল করিম,স্টাফ রিপোটার
পঞ্চগড় জেলা জজ আদালতে নিয়োগ প্রক্রিয়ায় আইনমন্ত্রী আনিসুল হকের হস্তক্ষে করার প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করে পঞ্চগড় জেলার সচেতন বিজ্ঞ আইনজীবী বৃন্দ ও সচেতন নাগরিক সমাজ।
আজ শনিবার ২৭শে এপ্রিল সকাল ১১টা পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে উক্ত মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে অতিথি হিসেবে বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা পরিষদের সাবেক সদস্য, পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাবেক জেলা আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট আবুবক্কর সিদ্দিক।তিনি বলেন, অত্যন্ত পরিতাপের বিষয় বিগত কয়েকটি নিয়োগ প্রক্রিয়ায় মাননীয় আইন মন্ত্রী হস্তক্ষেপ করে নিজ এলাকা ব্রাহ্মণবাড়িয়া ও তার আশেপাশের জেলা থেকে পঞ্চগড় জর্জ আদালতে নিয়োগ দেন। বঞ্চিত করেন এখানকার দিনমজুর,ভ্যান চালক পিতার লেখাপড়া শেখানো ছেলে মেয়েদের। আমরা বুঝতে পারছি পূর্বের নেয় এবারের নিয়োগে বঞ্চিত করা হবে পঞ্চগড়ের ছেলেমেয়েদের।" আইনমন্ত্রী আপনি কি ব্রাহ্মণবাড়িয়ার আইনমন্ত্রী না বাংলাদেশের আইনমন্ত্রী" এ প্রশ্ন রেখে তিনি বলেন বাইরে থেকে যারা নিয়োগ পান কিছুদিন পরেই স্থানান্তর হয়ে চলে যান,বিচার কার্যক্রম পরিচালনা করতে নানান সমস্যার মধ্যে পড়তে হয়। আইনমন্ত্রী আপনি যদি পঞ্চগড়ের ছেলে মেয়েদের হক নষ্ট করেন তাহলে আল্লাহ আপনার হক নষ্ট করবেন। তাই এবারের নিয়োগ প্রক্রিয়ায় যেন স্বচ্ছতার সাথে এবং পঞ্চগড়ের স্থানীয়দেরকে প্রাধান্য দেওয়া হয়।
এ্যাডভোকেট শফিকুল ইসলাম ভুট্টো বলেন,অদক্ষ নেতৃত্ব দিয়ে পঞ্চগড় পরিচালিত হচ্ছে যার কারণে বঞ্চিত হচ্ছে জেলার শিক্ষিত মেধাবী ছেলেমেয়েরা।যারা নিজেদের অঞ্চলের মানুষদের বুঝতে পারেনা তারা কি হবে দেশের মানুষকে বুঝবে।
এসময় উপস্থিত অন্যান্য বক্তাগণ বলেন, পঞ্চগড় দেশের সর্ব উত্তরের অবহেলিত জনপদ। এখানকার অভিভাবক রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে, ভ্যান, রিক্সা চালিয়ে তাদের ছেলেমেয়েদেরকে পড়াশোনা করান । অথচ বাইরে থেকে এসে চেয়ারে বসে টাকা নিয়ে চলে যায়। মাননীয় প্রধানমন্ত্রী ও জেলা জর্জ মহোদয় এই নিয়োগ প্রক্রিয়ায় বিচক্ষণতার পরিচয় দিবেন এবং স্থানীয় ছেলে মেয়েদের নিয়োগে অগ্রাধিকার দিবেন।
উল্লেখ্য যে,পঞ্চগড় জেলা জজ আদালতে কয়েক হাজার মেধাবী ছেলে মেয়ে আবেদন করেছে যা,মে মাসের ৩ তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এসময় আরো উপস্থিত ছিলেন এ্যাডভোকেট রবিউল ইসলাম রবি,এ্যাডভোকেট ফরিদুল হাসান সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা অভিভাবক,জেলা জজ আদালতে আবেদন কারী প্রার্থীগন।
উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক
চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম
channel26ltd@gmail.com
১০৭ মতিঝিল বা/এ ( খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০
০১৬২৫৫৫৫০১২
Copyright © 2025 Cannel26 LTD. All rights reserved.