নরসিংদী প্রতিনিধি:
নরসিংদী জেলার মনোহরদী উপজেলার পৌরসভা ৪ নং ওয়ার্ডের বাসিন্দা তাজমহল আক্তার কোন সেফটি ছাড়াই এক বছর ধরে চলছে উনার ভবন নির্মাণের কাজ।ভবন নির্মাণ করতে গিয়ে আশেপাশের প্রতিবেশী সমস্যা হলে নানা ধরনের হুমকি দিয়ে আসছিল।উনার পাশে প্রতিবেশী জনাব এমদাদুল হকের সাথে কথা বলে জানা যায় বিভিন্ন ধরনের কংক্রিট ঢালাই এবং কাঠ ধাতব্য বস্তু উনার ঘরেতে পড়ে। উনি নির্মাণাধীন ভবনের মালিক কে জানালে উনি উক্ত বিষয়টি কোন প্রকার আমলে না নিয়ে জনাব এমদাদুল হককে বিভিন্ন ধরনের হুমকি-ধুমকি প্রদান করেন।
উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক
চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম
channel26ltd@gmail.com
১০৭ মতিঝিল বা/এ ( খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০
০১৬২৫৫৫৫০১২
Copyright © 2025 Cannel26 LTD. All rights reserved.