জসিম হোসেন সিনিয়র স্টাফ রিপোর্টার ঝিনাইদহ।
সুরাইয়া ঝিনাইদহের ফজের আলী স্কুলে ক্রীড়া শিক্ষিকার দায়িত্ব পালন করছেন,কিন্তু তার বিরুদ্ধে নারী খেলোয়াড় রানী শিক্ষা অফিসারের কাছে দুর্নীতি অনিয়মের তথ্য ফাঁস করায়,শিক্ষিক সুরাইয়ার মেয়ে জয়ীতা ও তার কিছু সহযোগী মেয়েরা মিলে রানীকে বেধড়ক মারধর করেছে। রানী মারধরের পরে গুরুতর অবস্থায় ঝিনাইদহের সদর হসপিটালে চিকিৎসা গ্রহন করেন।
এ বিষয়ে রানী সাংবাদিকদের জানান, ফজের আলী স্কুলের ক্রীড়া শিক্ষিকা সুরাইয়া ম্যাডামের নির্দেশে তার মেয়ে জয়িতা ও জয়িতার সহযোগী মেয়েরা তাকে বেধড়ক মারধর করে হাসপাতালে পাঠায়। এছাড়াও নির্যাতনের স্বীকার রানী ঝিনাইদহ সদর থানায় লিখিত অভিযোগ করলেও ক্ষমতাবান শিক্ষিকা সুরাইয়া টাকার বিনিময়ে তা মিমাংসা করতে বাধ্য করেন।
এদিকে ফজের আলী স্কুলের ক্রীড়া শিক্ষকা সাংবাদিকদের কাছে বলেন আমার মেয়ে রানীকে ইট দিয়ে মাথায় আঘাত করেনি,শুধু দুই চারটা চড় থাপ্পড় মেরেছে,আমার মেয়ে ঝিনাইদহের গর্ব,সে এরকম কাজ করতেই পারে না।
নারী খেলোয়াড়কে স্কুল শিক্ষিকার মেয়ে ও সহযোগীরা মারধর করার বিষয়ে ঝিনাইদহের অবসরপ্রাপ্ত ক্রীড়া বিদ স্যার আমজাদ চৌধুরী বলেন,ঘটনা যেটাই ঘটুক তা অবশ্যই খুবই দুঃখজনক আর এসব ঘটনা থানার মতো স্থানে মিমাংসা করাটা উচিৎ হয়নি,নির্যাতিত মেয়েরা গরিব বলে আজকে হয়ত সঠিক বিচার পেলো না,কিন্তু শিক্ষিকা সুরাইয়ার মেয়ে জয়ীতা ও তার সহযোগীরা এতো সহজেই ছাড় পেয়ে হয়ত আরো বেপরোয়া হয়ে উঠেতে পারে, তাই ঘটনার সঠিক তদন্ত সাপেক্ষে সুবিচার করাটাই উচিত ছিলো।
উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক
চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম
channel26ltd@gmail.com
১০৭ মতিঝিল বা/এ ( খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০
০১৬২৫৫৫৫০১২
Copyright © 2025 Cannel26 LTD. All rights reserved.