খুলনা প্রতিনিধি:
খুলনার প্রান কেন্দ্রে খুলনা আর্ট একাডেমি অবস্থিত ৩০৮,আয়েশা কটেজ,ইকবাল নগর,খুলনা।
খুলনা আট একাডেমিতে ২০শে এপ্রিল শনিবার আজকালের আলো সাহিত্য সম্মাননা ২০২৪ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
এ এইচ এম জামাল উদ্দিন বাংলাদেশ ডিবেটিং সোসাইটির পরিচালক। বিশেষ অতিথি বাবু সন্দীপ কুমার ঘোষ ইঞ্জিনিয়ার পিডিবি। প্রসাদ গাঙ্গুঁলি
বিশ্বমানের আবহশিল্পী ও সংগীতশিল্পী।সবাই সাহিত্য সম্পর্কে অনেক মুল্যবান বক্তব্য রাখেন। আজকে যারা সম্মাননা স্মারক গ্রহণ করলেন ঈশিতা দাস অধিকারী, সম্মানীয় আবৃত্তিশিল্পী।কবি সংগঠক সুমন রহমান।কবি গীতিকার চিত্রশিল্পী মিলন বিশ্বাস কবি মোঃ রহমত আলী,নিশাত তাবাসসুম,উক্ত অনুষ্ঠানে সভাপত্বিত করেন শেখ আবু আসলাম বাবু কবি ও সাংবাদিক।,বন্দিতা দাস শিক্ষিকা,শিলা বিশ্বাস সহকারী পরিচালক খুলনা আর্ট একাডেমি ও মিসেস মুক্তা,মাহমুদা আক্তার,সাংবাদিক সুদীপ্ত মিস্ত্রী সীমান্ত রায়, আলমগীর হোসেন।লিটন মন্ডল,মোহনা আক্তার বিভা (সিনিয়া) সৌহার্দ্য বিশ্বাস কানিজ ফাতেমা মিশরা। শিশু শিল্পী সম্প্রিতী বিশ্বাস,তোয়া,লাবিবা প্রমুখ সর্বশেষে আজকালের আলো পত্রিকার প্রতিষ্ঠাতা পরিচালক আহমেদ হোসাইন ছানু বলেন সাহিত্যচর্চায় আগ্রহীদের জন্য সুন্দর একটি প্ল্যাটর্ফম প্রয়োজন। যেখানে প্রতিযোগিতা থাকবে, বৈষম্য থাকবে না। তবেই সৃষ্টি হবে নতুন নতুন কালজয়ী সাহিত্যকর্ম।
সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করেন।
উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক
চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম
channel26ltd@gmail.com
১০৭ মতিঝিল বা/এ ( খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০
০১৬২৫৫৫৫০১২
Copyright © 2025 Cannel26 LTD. All rights reserved.