স্টাফ রিপোর্টার :
পঞ্চগড় জর্জ কোর্টের সিনিয়র আইনজীবি ও জেলা জামায়াতের মজলিসে শূরা সদস্য এ্যাডভোকেট
আজিজুল ইসলাম আজ শনিবার ৩০ মার্চ সন্ধ্যা ৭ টায় এক ইফতার মাহফিলে ইফতারত অবস্থায় অসুস্থ হয়ে পড়লে বোদা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রচার বিভাগের সেক্রেটারির শাহিদ আল ইসলাম। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৬৫ বছর।
তিনি জীবনদশায় সম্পৃক্ত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতির সাথে । পঞ্চগড় ২ আসেনর এমপি নমিনী থাকায় বেশ জনপ্রিয় ছিলেন এই জামায়াত নেতা। সেই সাথে পঞ্চগড় জর্জ কোটে দীর্ঘদিন আইনজীবীর দায়িত্ব পালন করায় বেশ সুনাম অর্জন করেন।
সর্বেশষ জেলা শূরা সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন মৃত্যু কালে তিনার স্ত্রী ও তিন ছেলে সহ অগনিত হিতাকাঙ্ক্ষী রেখে যান।
উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক
চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম
channel26ltd@gmail.com
১০৭ মতিঝিল বা/এ ( খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০
০১৬২৫৫৫৫০১২
Copyright © 2025 Cannel26 LTD. All rights reserved.