শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৫:১৬ পূর্বাহ্ন
Headline
ময়মনসিংহ ও কুমিল্লা সিটির ভোটগ্রহণ শেষ, অপেক্ষা ফলের
আপডেট : শনিবার, ৯ মার্চ, ২০২৪, ৫:৪০ অপরাহ্ন

 

কুমিল্লা ও ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহ ও কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন শেষ হয়েছে। শনিবার (৯ মার্চ) সকাল ৮টা থেকে ভোট শুরু হয়ে শেষ হয় বিকাল ৪টায়। ইভিএমে হওয়া এই দুই সিটির ভোটের এখন গণনা চলছে।

কুমিল্লা সিটি উপনির্বাচনের হালচাল:

সকালে থেকে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে। দুপুর গড়াতে কিছু কেন্দ্রে ভিড়ও দেখা গেছে। এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন চার প্রার্থী। ঘড়ি প্রতীকে সাবেক মেয়র মনিরুল হক সাক্কু, ঘোড়া প্রতীকে সাবেক স্বেচ্ছাসেবক দল কুমিল্লা মহানগর আহ্বায়ক নিজাম উদ্দিন কায়সার, বাস প্রতীকে মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাহসিন বাহার সূচনা এবং হাতি প্রতীকে মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা নূর উর রহমান মাহমুদ তানিম প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সকালেই এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারের কন্যা তাহসিন বাহার সূচনা ছাড়া বাকি তিন প্রার্থী ভোটে অনিয়মের অভিযোগ তুলেছেন।

এদিকে, এই নির্বাচনে সংঘর্ষের খবরও পাওয়া গেছে। সকালে নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের একটি ভোটকেন্দ্রে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় দুজন গুলিবিদ্ধ হয়েছে। তারা ঘোড়া প্রতীকের প্রার্থী নিজাম উদ্দিন কায়সারের সমর্থক। সকাল ১০টায় কুমিল্লা নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের মুন্সি এম আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পাশেই ঘোড়া প্রতীকের সমর্থক জহিরুল আহমেদ ও তুহিন নামের দুজনকে মহানগর ১৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সুমন গুলি করে। আহত জহির দাবি করেন, ‘ভোটকেন্দ্রের পাশে আমি দাঁড়িয়ে থাকলে বাস মার্কার সমর্থক মহানগর ছাত্রলীগ নেতা সুজন আমাকে ও তুহিনকে পুলিশের সামনেই গুলি করে।’

ময়মনসিংহ সিটি নির্বাচন:

মোটামুটি শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে ময়মনসিংহ সিটি নির্বাচন। তেমন কোনও সংঘর্ষের খবর পাওয়া যায়নি। তবে ইভিএমে কিছুটা ধীরগতির অভিযোগ করেছেন ভোটাররা। প্রথম চার ঘণ্টায় ৩০ শতাংশ ভোট পড়েছে বলে দাবি করেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী।

তবে কেন্দ্রে ঘুরে জানা গেছে, ইভিএম মেশিনে বেশ কয়েকজন নারীকে আঙুলের ছাপ ঠিকমতো না ওঠায় ভোট দেওয়ার সময় বিড়ম্বনায় পড়তে হয়েছে। পরে জাতীয় পরিচয়পত্র এনে তাদের ভোট দিতে বলা হয়। এ ছাড়া বয়স্ক পুরুষদের ইভিএম নিয়ে ধারণা না থাকায় ভোট দিয়ে গিয়ে তারা বেশি সময় নিচ্ছেন। তবে ভোটগ্রহণ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। অনেকে ইভিএমে ভোট দেওয়া খুবই সহজ বলেও মন্তব্য করেছেন।

ভোটের পরিস্থিতির বিষয়ে সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি ইকরামুল হক টিটু বলেন, ভোটের পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক। ভোট কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতিও ভালো। দীর্ঘদিন মানুষের জন্য কাজ করায় এবং প্রচারণায় মানুষের সাড়া দেখে এটুকু বুঝতে পারছি এবার টেবিল ঘড়ি প্রতীক বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবে।

এই সিটিতে মেয়র প্রার্থীরা হলেন, ময়মনসিংহ সিটি করপোরেশনের সদ্য সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. ইকরামুল হক টিটু (টেবিল ঘড়ি), জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম (ঘোড়া), উপদেষ্টা পরিষদের সদস্য সাদেক খান মিল্কী টজু (হাতি), কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সদস্য রেজাউল হক (হরিণ) এবং জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম স্বপন মণ্ডল (লাঙ্গল)।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আমাদের পেজ ফলো করুন