শেখ সাইদুল আলম সাজু, দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৭ নং মোহাম্মদপুর ইউনিয়নের নওপাড়ায় প্রতিপক্ষের দেওয়া বিষে ৭০ শতক জমির ধান পুড়ে যাওয়ায় বিপাকে পড়েছে চাষী।
ঘটনাস্থল পরিদর্শন করে জানা যায়, ৭নং মোহাম্মদপুর ইউপি'র সাবেক বেবী চেয়ারম্যানের ছেলে মোঃ সহিদুল্লাহ বিক্রির প্রস্তাব দিলে গত ৫বছর পূর্বে একই এলাকার আকবর আলীর ছেলে মোঃ সইফুল ইসলাম ক্রয় করার উদ্দেশ্যে বায়নামা করেন, বায়না সুত্রে প্রাপ্ত হইয়া শান্তিপূর্ণভাবে ভোগদখল করিতেছন।
ভুক্তভোগী কৃষক সইফুল সাংবাদিকদের জানান, বেবী চেয়ারম্যানের ছেলে আলম গত কয়েক মাস যাবত আমাকে জমি ছেড়ে দিতে বলে আমি জমি দান রোপণ করেছি বলে আলম ভাইকে জানাই ,আমি আরও জানাই আপনার বড় ভাইয়ের নিকট হতে এই জমি কিনে নিয়েছি। বিভিন্ন সময় জমি ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে জমি জবরদখল করতে না পেরে গতকাল শুক্রবার সকাল অনুমান ১০টার দিকে বন মারা বিষ স্প্রে করে দিয়েছে এতে করে আমার ক্ষেতের ধান পুড়ে গেছে আমি এনজিও ঋনের টাকা নিয়ে চাষাবাদ করি।
আমি এই জমি থেকে প্রতি মৌসুমে একলক্ষ টাকার ধান ও পনের হাজার টাকার খড় বিক্রি করি এখন আমার পরিবার নিয়ে না খেয়ে থাকতে হবে আমি প্রসাশনের কাছে ন্যায় বিচার চাচ্ছি।
অভিযুক্তের মুঠোফোনে বারবার ফোন দিয়েও তার সাথে কথা হয়নি। সইফুল ইসলাম বাদী হয়ে শুক্রবার সন্ধ্যায় থানায় অভিযোগ করেছেন। এলাকাবাসী দুঃখ প্রকাশ করে বলেন, এমন অমানবিক কাজ করা মোটেও ঠিক করে নি আমার সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায় বিচারের জোর দাবী জানাচ্ছি। বিচারের মাধ্যমে ক্ষতিগ্রস্ত চাষীর ক্ষতি পূরণের জোর দাবী জানাচ্ছি।
উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক
চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম
channel26ltd@gmail.com
১০৭ মতিঝিল বা/এ ( খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০
০১৬২৫৫৫৫০১২
Copyright © 2025 Cannel26 LTD. All rights reserved.