বরগুনা প্রতিনিধি'"
বরগুনায় ইলমুল কুরআন একাডেমির পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৫) সকাল ৯টা ৩০ মিনিটে একাডেমির নিজস্ব মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ইলমুল কুরআন একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ বশির উদ্দিনের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ বরগুনা জেলা সভাপতি মোঃ হাফিজুর রহমান খান।
এসময় একাডেমির সম্মানিত শিক্ষকবৃন্দ, অভিভাবকগণ ও ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। ছাত্র-ছাত্রীরা উপস্থিত বক্তৃতা, ইসলামিক পরিবেশনা ও নানা সাংস্কৃতিক উপস্থাপনার মাধ্যমে অনুষ্ঠানকে সমৃদ্ধ করে।
অনুষ্ঠানে কয়েকজন অভিভাবক শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন ও ভবিষ্যৎ গঠনমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন— “ছাত্র-ছাত্রীদের ফলাফল প্রকাশ ও অভিভাবক সম্মেলন একটি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি আনন্দিত। ইলমুল কুরআন একাডেমির পরিচালকসহ সকল শিক্ষক মন্ডলীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। কচিকাঁচা বাচ্চাদের সুন্দর উপস্থাপনা সত্যিই প্রশংসনীয়। আমি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।”
অনুষ্ঠান শেষে ভালো ফলাফল অর্জনকারী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক
চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম
channel26ltd@gmail.com
১০৭ মতিঝিল বা/এ ( খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০
০১৬২৫৫৫৫০১২
Copyright © 2025 Cannel26 LTD. All rights reserved.