ক্রাইম রিপোর্টার জসিম হোসেন ঝিনাইদহ।
ঝিনাইদহে খালে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
ঝিনাইদহে খালের পানিতে ডুবে লামিম হোসেন (৫) ও আপন হোসেন (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে ওই দুই শিশু খালের পানিতে ডু্বে যায়। তারা একে অপরের মামাতো-ফুফাতো ভাই।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার দোগাছি গ্রামের খালে এ ঘটনা ঘটে।
মৃত শিশু লামিম হোসেন দোগাছি গ্রামের রিপন মন্ডলের ছেলে এবং মৃত আপন হোসেন পার্শবর্তী আড়ুয়াকান্দি গ্রামের উজ্জল বিশ্বাসের ছেলে। মৃত আপন হোসেন অপর শিশু লামিম হোসেনের মামাতো ভাই।
মৃতের স্বজন ও পুলিশ জানিয়েছে, সকালে শিশু লামিম তার মামাতো ভাই আপনকে সাথে নিয়ে গ্রামের খালে ছিপ/বরশি নিয়ে খালে মাছ ধরতে যায়। মাছ ধরার এক পর্যায়ে তারা খালের পানিতে পড়ে যায়। এসময় খালের পানির স্রোতে তারা ভেসে গেলে স্থানীয়রা তাদের উদ্ধার করে। পরে তাদের ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।
ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে বুঝে দেওয়া হয়েছে। বিকালে পারিবারিক ভাবে মরদেহ দাফন করা হবে।
উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক
চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম
channel26ltd@gmail.com
১০৭ মতিঝিল বা/এ ( খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০
০১৬২৫৫৫৫০১২
Copyright © 2025 Cannel26 LTD. All rights reserved.