হিমংপ্রু মারমা হাইসিং
থানচি (বান্দরবান) প্রতিনিধি।
বান্দরবানের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) হুমকির কারনে বান্দরবান জেলা সদরের সাথে থানচি ও রুমা উপজেলা সড়ক যোগাযোগের বাস, মাহেন্দ্রা, বি সেভেন্টি সহ গণপরিবহন চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।
রবিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল থেকে থানচি ও রুমা সাথে বান্দরবান জেলা সাথে সড়ক যোগাযোগের গণপরিবহন চলাচল বন্ধ করে দিয়েছে পরিবহন সংশ্লিষ্টরা। এতে দুর্ভোগে পড়েছে সাধারণ যাত্রী ও পর্যটকরা।
নাম না প্রকাশের শর্তে রুমা উপজেলার পরিবহন শ্রমিকরা জানান, রোববার সকালে থানচি বাস কাউন্টারে লাইনম্যানকে ফোন করে যানবাহন চলাচল না করার জন্য হুমকি দিয়েছে কেএনএফ নামক বিছিন্নতাবাদী সংগঠন। নিরাপত্তা জনিত কারণে অনির্দিষ্টকালে জন্য থানচি ও রুমা বান্দরবান জেলা সদর সড়কে গণপরিবহন চলাচল বন্ধ রাখার হয়েছে বলে জানিয়েছেন- পরিবহন সংশ্লিষ্টরা।
এদিকে গণপরিবহন চলাচলে বন্ধ খবর পেয়ে সকালে থানচি বাস ষ্টেশনে গিয়ে দেখা যায়, হঠাৎ করে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। ষ্টেশন শিডিউল অনুযায়ী ছেড়ে দেওয়ার জন্য বাস দাঁড় করিয়ে রাখা হলেও বাসের কোনো চালক ও চালকের সহকারী কাউকে দেখা যায়নি। যাত্রীরা ষ্টেশনে এসে বাস চলাচল বন্ধের খবর পেয়ে চলে যাচ্ছে সবাই। বাসষ্টেশন গুলো জনশূন্য লক্ষ্য করা গেছে।
থানচি বাস গাড়ি চালক মোহামম্দ নুর আলমের সাথে কথা হলে তিনি বলেন, সকালে আমার গাড়ি প্রথম ট্রিপ ছিল। সব যাত্রী এসে গাড়িতে উঠে গেছে। প্রথম ট্রিপ হিসেবে যাত্রীও বেশি ছিল। গাড়ি ছাড়ার আগ মূর্হুতে লাইনম্যান গাড়ি চলাচল বন্ধ করে দেয় এবং বলেন, কেএনএফ নামে একটি সংগঠন গাড়ি না ছাড়ার জন্য হুমকি দিয়েছে। পরে বাধ্য হয়ে নিরাপত্তা স্বার্থে যাত্রীদের নামিয়ে দিয়ে গাড়ি ষ্টেশনে সাইড করে রাখতে হচ্ছে।
থানচি বাস কাউন্টারে লাইনম্যান মংসিনু মারমা জানান, সকালে কেএনএফ পরিচয় দিয়ে বাস চলাচল না করার জন্য হুমকি দেয়া হয়েছে। অমান্য করে কেউ গাড়ি চালালে পরিণতি ভাল হবে না বলেও কড়ার হুশিয়ার দেয়া হয়। শুধু বাস নয়, থানচি-বান্দরবান সড়কে কোন মোটর সাইকেল, মাহেন্দ্রা, বি সেভেন্টি, মাহেন্দ্রা থ্রী হুইলার পর্যন্ত চলাচল না করার জন্য হুমকি দিয়েছে। তাই হঠাৎ থানচি বান্দরবান সড়কে অনির্দিষ্টকালের জন্য গণপরিবহন চলাচল বন্ধ রাখা হয়েছে।
এ নিয়ে জানতে চাওয়া হলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ মামুন বলেন, সকালে পরিবহন শ্রমিকরা বাস চলাচল বন্ধের বিষয়টি জানিয়েছে। এখনও পর্যন্ত বাস চলাচল বন্ধ রয়েছে। বিষয়টি বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অভিহিত করা হয়েছে।
উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক
চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম
channel26ltd@gmail.com
১০৭ মতিঝিল বা/এ ( খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০
০১৬২৫৫৫৫০১২
Copyright © 2025 Cannel26 LTD. All rights reserved.