প্রতিনিধি মাগুরা :
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগামী বছরের ১৫ ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। কোনো অবস্থাতেই তা পেছানো হবে না। এই নির্বাচন জাতির জন্য অত্যন্ত গুরুত্ব বহন করে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে মাগুরার শ্রীপুরের নাকোল ইউনিয়নের মাঝাইল এলাকায় রেললাইন প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
শফিকুল আলম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ঢাকসু) নির্বাচনসহ বিভিন্ন জায়গায় নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। একইভাবে জাতীয় নির্বাচনও শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে সম্পন্ন হবে এটি সরকারের অঙ্গীকার। মানুষ উৎসবমুখর পরিবেশে কেন্দ্রে এসে যাকে খুশি তাকে ভোট দেবে। নির্বাচন বানচালের কোনো সুযোগ থাকবে না।
মাগুরা রেললাইন প্রকল্প পরিদর্শনকালে কবি ফররুখ আহমদের বাড়ি সংরক্ষণ প্রসঙ্গে প্রেস সচিব বলেন, মুসলিম রেনেসাঁর প্রথম কবি ফররুখ আহমদ যেই বাড়িতে জন্মগ্রহণ করেছেন এবং যে ঘরে বসে কবিতা রচনা করেছেন, সেই বাড়ির ওপর দিয়েই আগে রেললাইন প্রকল্পের নকশা করা হয়েছিল। কবির পরিবারের পক্ষ থেকে বিষয়টি অন্তর্বর্তী সরকারের নজরে আনলে রেল ও সড়কপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফয়জুল কবির খান প্রকল্প পরিচালককে নির্দেশ দেন কোনোভাবেই কবির বাড়িতে হাত না দিয়ে প্রকল্প বাস্তবায়ন করতে হবে। বর্তমানে নকশা পরিবর্তন করে রেললাইন বাড়ি থেকে প্রায় ১০ ফুট দূরে সরিয়ে নেওয়া হয়েছে। ফলে বাড়িটি সম্পূর্ণ সংরক্ষিত থাকবে।
আসন্ন দুর্গাপুজা উপলক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, আসন্ন দুর্গাপূজায় সনাতন ধর্মালম্বীদের নির্বিঘ্নে পূজা করার জন্য সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হবে। পূজার সময় সরকারের সব নিরাপত্তা বিভাগ সক্রিয় থাকবে যাতে কোনো পক্ষ পূজাকে বিঘ্নিত করতে না পারে।
উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক
চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম
channel26ltd@gmail.com
১০৭ মতিঝিল বা/এ ( খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০
০১৬২৫৫৫৫০১২
Copyright © 2025 Cannel26 LTD. All rights reserved.