আন্তর্জাতিক ডেস্ক :
জামায়াতে ইসলামীর হাতে একাত্তরের মুক্তিযুদ্ধের সময়ের রক্ত লেগে আছে উল্লেখ করে বাংলাদেশে হাইকমিশনারের দায়িত্ব পালন করে যাওয়া ভারতের সাবেক পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, ক্ষমতায় এসে কেউ ভারতীয় স্বার্থের বিরুদ্ধে কাজ করলে এ নিয়ে ভারতকে চিন্তিত হতে হবে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) নয়াদিল্লির ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টারে আয়োজিত ‘আমরা কি বাংলাদেশের নির্বাচনের জন্য প্রস্তুত?’ শীর্ষক এক আলোচনায় তিনি এ কথা বলেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) পিটিআইয়ের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে সেদেশের বিভিন্ন সংবাদমাধ্যম।
প্রতিবেশী দেশে ‘হস্তক্ষেপ-নয়’ নীতিকে ভারত সম্মান করে দাবি করে শ্রিংলা বলেন, ভারত বাংলাদেশসহ তার প্রতিবেশীদের সঙ্গে সহযোগিতামূলকভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ, বাংলাদেশকেও ভারতের মৌলিক স্বার্থের বিরুদ্ধে যায়, এমন যেকোনো কার্যকলাপের বিষয়ে অবশ্যই সজাগ থাকতে হবে ।
জামায়াত প্রসঙ্গে সতর্ক করে তিনি বলেন, ‘এই চিতাবাঘ (জামায়াত) তার দাগ বদলাবে না। (বাংলাদেশে) যারাই ক্ষমতায় আসবে আমরা তাদের সঙ্গে কাজ করব। কিন্তু ক্ষমতায় এসে যদি কেউ আপনার স্বার্থের বিরুদ্ধে কাজ করে তাহলে এ নিয়ে আপনাকে চিন্তিত হতে হবে। ’
শ্রিংলা বলেন, তাদের (জামায়াত) হাতে রক্ত লেগে আছে এবং তারা মুসলিম ব্রাদারহুডেরও একটি অংশ। বাংলাদেশ, মিশর, পাকিস্তান এবং বিশ্বের বিভিন্ন স্থানে বিদ্যমান একই মুসলিম ব্রাদারহুড। জামায়াত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনীর ‘সহায়ক বাহিনী’ হিসেবে ভূমিকা রেখেছিল বলেও উল্লেখ করেন শ্রিংলা।
৭৩ বছর বয়সী সাবেক এ কূটনীতিক আরও জানান, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই বাংলাদেশের ভেতরে ও ভারতের সীমান্ত এলাকায় কার্যক্রম বাড়িয়েছে। এতে শত্রুশক্তির মধ্যে যোগসাজশ তৈরি হওয়ার বাস্তব ঝুঁকি রয়েছে।
জামায়াতে ইসলামী আসন্ন নির্বাচনে ভালো ফল করতে পারে বলেও স্বীকার করেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব শ্রিংলা।
উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক
চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম
channel26ltd@gmail.com
১০৭ মতিঝিল বা/এ ( খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০
০১৬২৫৫৫৫০১২
Copyright © 2025 Cannel26 LTD. All rights reserved.