নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়ানো ও দুই দেশের জনগণের কল্যাণে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান। বৃহস্পতিবার (২১ আগস্ট) খাদ্য মন্ত্রণালয়ে উপদেষ্টা আলী ইমাম মজুমদারের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ আশা প্রকাশ করেন তিনি। সাক্ষাতে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে ভ্রাতৃপ্রতিম দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়ানোর ওপর গুরুত্ব দেন উভয়পক্ষ।
খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ে পাকিস্তানের করাচী বন্দর থেকে সরাসরি পণ্যবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আসছে। এতে দুই দেশের বাণিজ্য কার্যক্রম বৃদ্ধি পেয়েছে। আগে পাকিস্তানি পণ্য তৃতীয় দেশের মাধ্যমে আমদানি করতে হতো, যা সময় ও খরচ দুটোই বাড়াতো।
পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী খাদ্য উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে বলেন, ভ্রাতৃপ্রতিম দুদেশের জনগণের কল্যাণে সহযোগিতা ও বাণিজ্য বৃদ্ধির সুযোগ আরও বাড়াতে চান তারা
সাক্ষাতে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার, খাদ্য সচিব মো. মাসুদুল হাসানসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক
চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম
channel26ltd@gmail.com
১০৭ মতিঝিল বা/এ ( খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০
০১৬২৫৫৫৫০১২
Copyright © 2025 Cannel26 LTD. All rights reserved.