স্টাফ রিপোর্টার, মোঃ সাইফুজ্জামান সুমন।
কয়রা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বার বার কারাবরণকারী নেতা মোঃ নুরুল আমীন বাবুলের বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন হয়েছে।
সোমবার (১১ আগষ্ট) বেলা ১১ টায় কয়রা উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলার সদরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । মানববন্ধনে, বিভিন্ন প্যানা পোষ্টার হাতে নিয়ে দাড়ান নেতাকর্মীরা। তা হলো
আন্দোলনের সূর্য সৈনিক কে বহিষ্কার নয়,তার জন্য বাহুবা চাই সহ, বিএনপির ত্যাগী নেতার অবমাননা মেনে নেওয়া যাবেনা।
মানববন্ধনে বক্তরা বলেন, কয়রার দুঃসময়ের বিএনপির কান্ডারী নুরুল আমীন বাবুলের বহিষ্কার আদেশ প্রত্যাহার করতে হবে। তার মতো নির্যাতিত নেতার বিএনপিতে প্রয়োজন। বিগত দিনে কয়রার ৭ টি ইউনিয়নের বিএনপি ও তার সহযোগী সংগঠনকে শক্তিশালী করতে তিনি দিন রাত পরিশ্রম করেছে। তাকে মিথ্যা অভিযোগের ভিত্তিতে বহিষ্কার করা হয়েছে। বক্তারা কেন্দ্রীয় ও খুলনা জেলা বিএনপি নেতৃবৃন্দের নিকট তার বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবি জানায়। বিএনপি নেতা মাওলানা গোলাম মোস্তফার সভাপতিত্বে ও মোস্তাফিজুর রহমানের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন আমেরিকা প্রবাসী বিএনপি নেতা বায়োজিদ হোসেন বাচ্চু, কয়রার বিএনপি নেতা শেখ সিরাজুল ইসলাম, প্রভাষক আবুল কালাম আজাদ, আঃ মজিদ মিস্ত্রি, আঃ গফফার, এফ এম মোহররম হোসেন, নাজমুল হুদা, কামরুল ইসলাম, শেখ মাসুদুর রহমান, এ করিম, যুবদল নেতা আহাদুর রহমান লিটন, মোস্তাফিজুর রহমান খোকন, আওছাফুর রহমান, মোস্তাফিজুর রহমান বাবু, আবু তায়েব, রফিকুল ইসলাম, মোস্তাফিজুর রহমান বাবু, স্বেচ্ছাসেবক দল নেতা নজরুল ইসলাম, রাশেদুল ইসলাম, ইলিয়াস জনী,জাসাসের সভাপতি জামাল ফারুক জাফরুিন, সাধারণ সম্পাদক ডাঃ আমিনুল ইসলাম, শ্রমীক দল নেতা আকবার হোসেন, আঃ রউফ, আজিজুল ইসলাম, তাতী দল নেতা আবুল কালাম, সিরাজুল ইসলাম, ছাত্র নেতা মেহেদী হাসান সবুজ, শেখ মামুন, তৌহিদুর রহমান, মেহেদী, মহিলা দল নেত্রী ফাতেমা খাতুন, মাহফুজা, রুবিনা প্রমুখ।
উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক
চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম
channel26ltd@gmail.com
১০৭ মতিঝিল বা/এ ( খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০
০১৬২৫৫৫৫০১২
Copyright © 2025 Cannel26 LTD. All rights reserved.