নিজস্ব প্রতিবেদক :
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষ্যে ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অনুষ্ঠানে আগতদের তল্লাশির পরে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানস্থলের চারপাশে মোতায়েন রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। মঞ্চ এলাকায় প্রবেশের আগেই থাকছে একাধিক স্তরের তল্লাশি। সাদা পোশাকে দায়িত্ব পালন করছেন বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা।
আয়োজকরা জানিয়েছেন, এই আয়োজনে সাংস্কৃতিক পরিবেশনা, ড্রোন শো এবং ঘোষণাপত্র পাঠের ব্যবস্থা রয়েছে। বেলা ১১টা থেকে শুরু হবে বিভিন্ন শিল্পীগোষ্ঠীর সংগীত পরিবেশনা। বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন, যা বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে। সন্ধ্যা সাড়ে ৭টায় থাকছে বিশেষ ড্রোন শো এবং রাত ৮টায় থাকবে ব্যান্ডদলের পরিবেশনা। সোমবার (৫ আগস্ট) রাজধানীর জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউ ঘুরে এমন চিত্র দেখা গেছে।
এদিকে জুলাই শহীদদের স্মরণে আয়োজিত ‘জুলাই পুনর্জাগরণ’ উপলক্ষ্যে মানিক মিয়া এভিনিউতে বিশাল মঞ্চ নির্মাণ সম্পন্ন হয়েছে। এখন চলছে মঞ্চে মাইক্রোফোন, এলইডি সংযোগ পরীক্ষা এবং লাইটিংয়ের কাজ।
দেখা গেছে, লাল রঙে সম্পূর্ণ সজ্জিত মঞ্চটি নজর কাড়ছে সবার। কেন্দ্রীয় স্টেজের সঙ্গে সংযুক্ত করা হয়েছে দুটি বিশাল এলইডি স্ক্রিন, রয়েছে অত্যাধুনিক লাইট ও সাউন্ড সিস্টেম। স্টেজের সামনে সারি সারি বসানো হয়েছে চকচকে সোনালি রঙের চেয়ার।
উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক
চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম
channel26ltd@gmail.com
১০৭ মতিঝিল বা/এ ( খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০
০১৬২৫৫৫৫০১২
Copyright © 2025 Cannel26 LTD. All rights reserved.