চীফ রিপোর্টার:মোঃ মৃদুল শাহারিয়ার পিয়াস :
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন মানিকনগর স্টেডিয়াম, মুগদা মেডিকেল হইতে মানিকনগর বিশ্বরোড পর্যন্ত প্রতি-নিয়ত দীর্ঘ ঘন্টার পর ঘন্টা যানজট লেগেই থাকে। তার একমাত্র কারণ মুগদা স্টেডিয়াম থেকে মানিকনগর বিশ্বরোড পর্যন্ত রাস্তার দুই পাশে বিভিন্ন পরিবহনের বাসগুলো মেইন সড়কে রাখেন বাস ড্রাইভাররা। এতে করে মানিকনগর বিশ্বরোড নামে এই মহাসড়কে দীর্ঘ যানজট পোহাতে হচ্ছে সাধারণ জনগণের। মানিকনগর বিশ্বরোডে রয়েছে একটি সরকারি মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতাল। অনেক সময় রোগী নিয়ে গেলেও অসুবিধা ও ভোগান্তিতে পড়তে হয় অ্যাম্বুলেন্স ও বিভিন্ন রোগী নিয়ে যাওয়া মোটরযানকে। এছাড়াও বিভিন্ন ধরনের লোকাল বাস টি আই এবং সার্জেন্টের নাকের ডগায় রাস্তার মাঝখানে অবৈধভাবে দাঁড়িয়ে যাত্রী উঠা নামা করলেও কোন পদক্ষেপ নিচ্ছেন না টিআই ইউসুফ।
এ বিষয়ে সাধারণ জনগণ গণমাধ্যম কর্মীদেরকে তাদের ভোগান্তির কথা বলেন-যেমন কারো অফিসে লেট হচ্ছে, কেউবা ব্যবসায়িক কাজে যেতে পারছে না, কেউ রোগী দেখার জন্য এবং কেউ কলেজ বা ইউনিভার্সিটি পরীক্ষা থাকলেও সঠিক সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছেন না।
এ বিষয়ে টিটি পারা দায়িত্বে থাকা টিআই ইউসুফ জিজ্ঞাসা করা হয়। উনি গণমাধ্যম কর্মীদেরকে জানান, এই বাস রাখার ব্যাপারে কিছু জানেন না এবং কিছুই দেখে না। তাহলে কি টিআই ইউসুফ তার নির্দিষ্ট পয়েন্টে থেকে ডিউটি পালন করছেন না ? নাকি বাসায় বসে থেকেই টিআই ইউসুফ বেতন পাচ্ছেন? সরজমিনে গিয়ে দেখা যায় টিটি পারা একটি ট্রাফিক বক্সের এসি রুমের ভেতরে বসেই টিআই, সার্জেন্ট উনারা সকলে মিলে গল্প গুজব ফেসবুক নিয়ে ব্যস্ত থাকেন, তাহলে উনারা কিভাবে জানবেন?
গোপন তথ্য সূত্রে জানা গেছে প্রতিমাসে এই বাস কাউন্টার গুলো থেকে মোটা অংকের টাকা নিয়ে থাকেন টিআই ইউসুফ সেই জন্যেই উনি দেখেও যেন না দেখার ভ্যান করেন।
টিটিপাড়া বাস কাউন্টার এলাকায় কি ধরনের দুর্নীতি চলছে সে বিষয়ের এখনো তদন্ত চলমান রয়েছে ।
উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক
চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম
channel26ltd@gmail.com
১০৭ মতিঝিল বা/এ ( খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০
০১৬২৫৫৫৫০১২
Copyright © 2025 Cannel26 LTD. All rights reserved.