নিজস্ব প্রতিবেদক :
সন্ত্রাসবাদ মোকাবিলায় সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ তার সীমান্তের মধ্যে কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে তৎপর হতে দেবে না। সোমবার (২৮ জুলাই) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মার্কিন চার্জ ডি’অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।
প্রায় ৪০ মিনিটব্যাপী এ বৈঠকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের চলমান শুল্ক আলোচনা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
প্রধান উপদেষ্টা বলেন, সন্ত্রাসবাদের প্রতি আমাদের কোনো সহনশীলতা নেই। সন্ত্রাসীদের নির্মূল করার জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাবো। বাংলাদেশে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই।
বৈঠকে মার্কিন কূটনীতিক জ্যাকবসন বাংলাদেশের সংস্কার প্রচেষ্টা এবং গণতান্ত্রিক উত্তরণের প্রতি তার দেশের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, আগামী বছরের শুরুতে একটি জাতীয় নির্বাচনের মাধ্যমে এ প্রক্রিয়া পূর্ণতা পাবে।
প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যমত্য-নির্মাণ কমিশনের অগ্রগতির বিষয়েও অবহিত করেন। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি কমিশন চমৎকার কাজ করছে। অধ্যাপক আলী রীয়াজের নেতৃত্বে সদস্যরা নিরলসভাবে কাজ করছেন।
উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক
চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম
channel26ltd@gmail.com
১০৭ মতিঝিল বা/এ ( খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০
০১৬২৫৫৫৫০১২
Copyright © 2025 Cannel26 LTD. All rights reserved.