সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় শোক ও সমবেদনা জানিয়েছেন জিয়া সৈনিক দল নারায়ণগঞ্জ জেলার সদস্য সচিব শফিকুল ইসলাম। মঙ্গলবার তার নিজ কার্যালয়ে সাংবাদিকদের মাধ্যমে তিনি এ সমবেদনা জানান।
শফিকুল ইসলাম বলেন, উত্তরায় ভয়াবহ ও মর্মান্তিক বিমান দুর্ঘটনায় ৩১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন প্রায় দেড় শতাধিক। তিনি বিএনপির পক্ষ থেকে উদ্ধার কার্যক্রমে অংশ নিতে সকলের প্রতি আহবান জানান।
আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার দুপুর ১টা ৬ মিনিটে বাংলাদেশ বিমানবাহিনীর এফ -৭ বিজিআই প্রশিক্ষণ বিমানটি উড্ডয়ন করে। এরপরই সেটি বিধ্বস্ত হয়। বিমানটি মাইলস্টোন স্কুলের হায়দার হল নামের একটি ভবনের ক্যানটিনের ছাদে গিয়ে আছড়ে পড়ে বলে জানা গেছে।
উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক
চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম
channel26ltd@gmail.com
১০৭ মতিঝিল বা/এ ( খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০
০১৬২৫৫৫৫০১২
Copyright © 2025 Cannel26 LTD. All rights reserved.