সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলে ‘আওয়ামী দোসর’দের অনুপ্রবেশের বিরুদ্ধে কঠোর অবস্থান ব্যক্ত করেছেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সহ-সভাপতি, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর গোলাম মুহাম্মাদ সাদরিল। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, দলের ভাবমূর্তি ক্ষুন্ন করার অভিযোগে ইতোমধ্যে থানা কমিটি থেকে একজনকে বহিস্কার ও নাসিক ৬নং ওয়ার্ড কমিটি বিলুপ্ত করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডের পুনরাবৃত্তি হলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
শনিবার তার কার্যালয়ে সাদরিল সাংবাদিকদের বলেন, গত ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে একটি নতুন গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে। কিন্তু এই ক্রান্তিকালে মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের বিভিন্ন থানা ও ওয়ার্ড কমিটিতে কিছু ‘আওয়ামী দোসর’ অনুপ্রবেশের চেষ্টা করছে। তিনি অভিযোগ করেন, এই অনুপ্রবেশকারীরা তাঁর সাথে ছবি তুলে তা ফেসবুকে পোস্ট করাসহ বিভিন্ন অনৈতিক কাজে ব্যবহার করে দলের ভাবমূর্তি চরমভাবে নষ্ট করছে।
এই ধরনের কার্যকলাপকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে তিনি জানান, দলীয় শৃঙ্খলা ও ভাবমূর্তি অক্ষুন্ন রাখতে ইতোমধ্যে ৬ নং ওয়ার্ড কমিটি বাতিল করা হয়েছে। একইসাথে, দলীয় নিয়মশৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে থানা কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম ইমনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সাদরিল বলেন, এই কঠোর পদক্ষেপগুলি প্রমাণ করে যে, দলীয় শৃঙ্খলার বিষয়ে আমরা বিন্দুমাত্র করবো না। তিনি আরো বলেন, আমার পরিবার ও আমার নাম ব্যাবহার করে কেউ যদি কোন অপকর্ম করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নেয়া হবে।
কমিটি গঠনের দায়িত্বে থাকা নেতাদের প্রতি কঠোর নির্দেশনা দিয়ে তিনি বলেন, ভবিষ্যতে কমিটি তৈরির বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন। মনে রাখবেন, ব্যক্তির চেয়ে দল বড়। তিনি দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করেন, পরবর্তীতে এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটলে অভিযুক্তরা শুধু দল থেকেই বহিষ্কৃত হবেন না, তাঁর সাথেও সমস্ত ব্যক্তিগত সম্পর্ক ছিন্ন হবে। সাদরিল সকল নেতাকর্মীকে দলীয় শৃঙ্খলা বজায় রেখে মুক্তিযুদ্ধের প্রজন্ম দলকে একটি আদর্শিক ও শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। জি. এম. সাদরিলের এই কঠোর বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং দলের শৃঙ্খলা রক্ষায় তাঁর এই উদ্যোগ প্রশংসিত হচ্ছে।
উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক
চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম
channel26ltd@gmail.com
১০৭ মতিঝিল বা/এ ( খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০
০১৬২৫৫৫৫০১২
Copyright © 2025 Cannel26 LTD. All rights reserved.