হারুন অর রশিদ, স্টাফ রিপোর্টার:
জয়পুরহাট, ২৫ মে ২০২৫: ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড এবং ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় জয়পুরহাটের কালাই উপজেলায় আজ অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য ভূমি মেলা। ভূমি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে আয়োজিত এই মেলা সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
রবিবার সকাল সাড়ে ৯টায় কালাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভূমি কার্যালয় চত্বরে এসে শেষ হয়। এতে সরকারি কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
ভূমি মেলায় উপস্থিত ছিলেন কালাই উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহান, সহকারী কমিশনার (ভূমি) ইফতেকার রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মনিরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নাজনীন আক্তার ডেইজিসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।
মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা, যেমন— নামজারি, জমা খারিজ, ভূমি উন্নয়ন কর পরিশোধ, খতিয়ানের ভুল সংশোধন ইত্যাদি বিষয়ে তথ্য প্রদান ও সহায়তা দেওয়া হয়। ডিজিটাল পদ্ধতিতে ভূমি সেবা গ্রহণের গুরুত্ব তুলে ধরে মেলায় আগতদের ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করা হয়।
উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক
চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম
channel26ltd@gmail.com
১০৭ মতিঝিল বা/এ ( খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০
০১৬২৫৫৫৫০১২
Copyright © 2025 Cannel26 LTD. All rights reserved.