মোঃ শাহাদত হোসেন (শিবগঞ্জ বগুড়া প্রতিনিধি): বগুড়া শিবগঞ্জ উপজেলার মোকামতলা ফাঁড়ি পুলিশের অভিযানে গ্যাস সিলিন্ডারের ভিতর রক্ষিত ৪ কেজি গাঁজাসহ সাখাওয়াত নামে গাঁজা ব্যবসায়ী গ্রেফতার। আজ শনিবার বগুড়া শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের মুরাদপুর গ্রাম মীর & রুবেল সিএনজি ফিলিং ষ্টেশন এর সামনে রংপুর টু ঢাকা গামী মহাসড়কের উপর থেকে গ্রেফতার।
উদ্ধারকৃত ৪কেজি গাজা ও গাজা পরিবহনের ব্যবহৃত ১টি গ্যাস সিলিন্ডার।
গ্রেফতারকৃত আসামী হলো, মো: সাখাওয়াত হোসেন (৪৫), পিতা মৃত রইচ উদ্দিন, সাং-চর নাকালিয়া, থানা-বেড়া, জেলা-পাবনা।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর সারওয়ার পারভেজ জানান।
উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক
চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম
channel26ltd@gmail.com
১০৭ মতিঝিল বা/এ ( খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০
০১৬২৫৫৫৫০১২
Copyright © 2025 Cannel26 LTD. All rights reserved.