শেখ সাইদুল আলম সাজু, দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের বীরগঞ্জে লিচু পাড়তে গিয়ে এক শ্রমিকের বিদ্যুৎস্পৃষ্ট নিহতের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন আরও একজন।
শনিবার (২৪ মে) বিকাল ৫ টার দিকে বীরগঞ্জ উপজেলার নাগরগঞ্জে এমন ঘটনা ঘটে।
তাৎক্ষণিক উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত ব্যাক্তি হলেন- ঠাকুরগাঁওয়ের ভুল্লী থানার ৫নং ছোট বালিয়া ইউনিয়নের বানিয়া পাড়ার জ্যোতিস চন্দ্র বর্মনের ছেলে একাদশ শ্রেণীর ছাত্র ও লিচু শ্রমিক নারায়ণ চন্দ্র বর্মন (২০)। আহত হলেন- ঠাকুরগাঁওয়ের ভুল্লি থানার রঞ্জিতের ছেলে বকুল চন্দ্র বর্মন (১৯), তিনি বর্তমানে দিনাজপুর মেডিকেলে ভর্তি আছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, নাগরি-সাগরি গ্রামের মুর্তজার বাগান তরিকুল ইসলাম নামক ব্যাক্তি চুক্তি করে নিয়েছে। তার মাধ্যমে লিচু পাড়ার শ্রমিক হিসেবে কাজ করতে গিয়ে, গাছের উপর বিদ্যুৎ এর তারের সঙ্গে সংস্পর্শে শকের মাধ্যমে মৃত্যু হয়েছে।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।
উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক
চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম
channel26ltd@gmail.com
১০৭ মতিঝিল বা/এ ( খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০
০১৬২৫৫৫৫০১২
Copyright © 2025 Cannel26 LTD. All rights reserved.