সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
খেলাধুলা হচ্ছে এমন একটি মাধ্যম যার ধারা আমাদের সমাজ ও জাতীকে বিশ্বের দরবারে দ্রুত পরিচিত লাভ করা যায়। খেলাধুলার মাঝে কোনো রাজনীতি থাকতে পারবে না। কারণ খেলাধুলাটা ফেয়ার থাকতে হবে। যদি খেলা ফেয়ার থাকে রাজনীতিমুক্ত থাকে তাহলে এখান থেকে আমাদের ভবিষ্যতের ক্রিড়াবীদ তৈরি হবে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় যুগ্ন সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলার আহবায়ক গোলাম মোস্তফা সুমন। শনিবার (২৪ মে) সকালে নাসিক ৫ নং ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জ স্টেডিয়ামে ক্রিকেট টুনামেন্ট ফাইনাল খেলা ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জিয়া সৈনিক দলের নারায়ণগঞ্জ জেলার সদস্য সচিব শফিকুল ইসলাম।
এ সময় আরো উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের নারায়ণগঞ্জ জেলার যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান প্রধান মিন্টু, জিয়া সৈনিক দল সিদ্ধিরগঞ্জ থানার সহ সাধারণ সম্পাদক ও নাসিক ১ নং ওয়ার্ড সভাপতি ওমর ফারুক জয়, জিয়া সৈনিক দল সিদ্ধিরগঞ্জ থানার সহ সাংগঠনিক সম্পাদক ও ১নং ওয়ার্ড সহ সভাপতি জাকির হোসেনসহ জিয়া সৈনিক দলের সিদ্ধিরগঞ্জ থানা ও বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী এবং এলাকার গণ্যামান্য ব্যাক্তিবর্গ।
গোলাম মোস্তফা সুমন আরও বলেন, সুস্থ, সুন্দর ও আনন্দময় জীবনের জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। এর জন্য প্রয়োজন ভালো পরিবেশ। একটা সময় ছিল যখন ফাঁকা জায়গা, খেলার মাঠ এবং স্কুল-কলেজের খেলার চত্বর খেলাধুলার কর্মকাণ্ডে মুখর থাকত। মাঠ দখল, মাঠে স্থাপনা নির্মাণ, স্কুল, মাদ্রাসা ও কলেজের মাঠ খেলাধুলা ছাড়া বাণিজ্যিক ও অন্যান্য কাজে ব্যবহার না করার বিষয়ে হাইকোর্টের নির্দেশনা আছে। কিন্তু সরকারি বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানগুলোর সদিচ্ছার অভাবে এর বাস্তবায়ন দেখতে পাওয়া যাচ্ছে না। মাঠের অভাবে, সুস্থ পরিবেশের অভাবে বিভিন্ন পর্যায়ের অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলার চর্চা নেই
উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক
চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম
channel26ltd@gmail.com
১০৭ মতিঝিল বা/এ ( খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০
০১৬২৫৫৫৫০১২
Copyright © 2025 Cannel26 LTD. All rights reserved.