যোগেশ ত্রিপুরা (খাগড়াছড়ি) প্রতিনিধি :
খাগড়াছড়ি সদর উপজেলা পেরাছড়া ইউনিয়নের ধর্মপুর আর্য্য বন বিহারের কার্যনির্বাহী পরিষদের সার্বিক সহযোগিতায় এবং সদ্ধর্মানুরাগী উপাসক ও উপাসিকাদের উদ্যোগে ৮ম মহা সংঘ দান্যানুষ্ঠানে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২৩ মে ২০২৫ খ্রিস্টাব্দ, ০৯ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ২৫৬৯ বুদ্ধাব্দ সকাল থেকে বিহারের উপাসক উপাসিকা পরিষদের আয়োজনে ধর্মপুর আর্য্য বন বিহার প্রাঙ্গণে এ মহতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে পূজ্য বন্যভন্তের শিষ্য সংঘের প্রধান ও রাঙ্গামাটি রাজবন বিহারের আবাসিক প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির, ধর্মপুর আর্য্য বন বিহারের অধ্যক্ষ শ্রীমৎ ভদ্দসী মহাস্থবির এবং দেশের বিভিন্ন এলাকার খ্যাতনামা বিহারাধ্যক্ষগণ উপস্থিত থেকে ধর্মীয় উপদেশ প্রদান করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা। তিনি ব্যক্তিগত পক্ষ থেকে একটি বুদ্ধ মূর্তি দানসহ বিভিন্ন দান-দক্ষিণায় অংশগ্রহণ করেন এবং পূণ্যার্থীদের উদ্দেশে শুভকামনা ও মঙ্গলার্থে বক্তব্য প্রদান করেন।
এ সময় বিহার পরিচালনা কমিটির সভাপতি উচিত ময় চাকমা, সাধারণ সম্পাদক পূর্ণেন্দু বিকাশ দেওয়ান, কার্যনির্বাহী সদস্যবৃন্দ, দায়ক-দায়িকা, উপাসক-উপাসিকাসহ প্রায় সহস্রাধিক পূণ্যার্থী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটি বৌদ্ধ ধর্মালম্বীদের মধ্যে ধর্মীয় চেতনা ও সদ্ধর্ম চর্চার প্রতি গভীর আগ্রহের বহিঃপ্রকাশ ঘটিয়েছে বলে মন্তব্য করেন আয়োজকবৃন্দ।
উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক
চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম
channel26ltd@gmail.com
১০৭ মতিঝিল বা/এ ( খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০
০১৬২৫৫৫৫০১২
Copyright © 2025 Cannel26 LTD. All rights reserved.