কক্সবাজার প্রতিনিধি:
Plastic Free Rivers and Seas for South Asia (PLEASE) Project এর আওতাধীন Formalization of Plastic Recycling Value Chain by forming Recycling Business Units in Bangladesh শীর্ষক প্রকল্পে বাংলাদেশ পেট্রোকেমিক্যাল কোম্পানী লিমিটেড (বিপিসিএল) এবং সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন অ্যান্ড প্র্যাকটিসেস (সিদীপ) আয়োজিত দুইদিন ব্যাপী, মে ১৯- ২০ "প্লাস্টিক রিসাইক্লিং উদ্যোগের বার্ষিক সমাবেশ" কক্সবাজারের হোটেল কল্লোলে অনুষ্ঠিত হয়। সমাবেশে উপস্থিত ছিলেন জনাব মোঃ আবদুস ছালাম, সহকারি পরিচালক, পরিবেশ অধিদপ্তর, এবং সিদীপের নির্বাহী পরিচালক মিফতা নাঈম হুদা সহ উর্ধতন কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতেই সিদীপ-এর পক্ষ থেকে ‘সংগঠনের গঠন: ঐক্যের পথে পদক্ষেপ' শীর্ষক একটি উপস্থাপনা প্রদান করা হয়। এতে রিসাইক্লিং চেইনের অংশগ্রহণকারীদের মধ্যে সংগঠন ভিত্তিক কাঠামো তৈরি ও তার সম্ভাব্য প্রভাব নিয়ে মুক্ত আলোচনা করা হয়।
সমাবেশে বর্জ্য সংগ্রাহক, ভাঙারি দোকান মালিক, হকার এবং স্থানীয় বর্জ্য সরবরাহকারীসহ প্রায় ৬০ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন। মূল উদ্দেশ্য ছিল তাদের অবদানের আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান এবং তাদের মধ্যে নেটওয়ার্কিং ও জ্ঞান বিনিময়ের একটি প্ল্যাটফর্ম তৈরি করা।
অনুষ্ঠানে ‘প্লাস্টিক রিসাইক্লিং: চ্যালেঞ্জ ও উদ্ভাবন' শীর্ষক একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে শিল্প বিশেষজ্ঞ, সরবরাহকারী, স্বেচ্ছাসেবক, হকার, ও সাপ্লাই চেইন বিশেষজ্ঞ অংশগ্রহণ করেন। তারা রিসাইক্লিং চেইনের নানা চ্যালেঞ্জ, উদ্ভাবনী সমাধান ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
সম্মেলনে হেলথ বুথের মাধ্যমে ৩৪ জন অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রাথমিক স্বাস্থ্যসেবা ও কনসালটেন্সি প্রদান করা হয়।
এরপর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চারটি বিভাগে পুরস্কার প্রদান করা হয়—সর্বোচ্চ সরবরাহ, সেরা মান, সেরা কর্মপরিবেশ ও সেরা নারী উদ্যোক্তা। বিজয়ীদের হাতে ট্রফি ও সনদ তুলে দেন অতিথিরা। এই সমাবেশের মাধ্যমে প্লাস্টিক রিসাইক্লিং ব্যবস্থায় অংশগ্রহণকারী সকলের মাঝে সম্মান, উৎসাহ ও একাত্মবোধের জন্ম হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।
প্লিজ প্রকল্পটি, দক্ষিণ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রাম (সাকেপ), ইউএনও পিএস এবং বিশ্বব্যাংক-এর সহযোগিতায় বাংলাদেশে বিপিসিএল বাস্তবায়িত করছে।
উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক
চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম
channel26ltd@gmail.com
১০৭ মতিঝিল বা/এ ( খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০
০১৬২৫৫৫৫০১২
Copyright © 2025 Cannel26 LTD. All rights reserved.