ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গায় তামান্না আক্তার লিমা (২৫ )নামক এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। মঙ্গলবার বিকেলে ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে তার বাবার বাড়িতে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের মিলন ফকিরের মেয়ে এবং ফরিদপুর জেলা সদরের পশ্চিম খাবাসপুর এলাকার নাঈম ভূইয়ার স্ত্রী ।
এলাকাবাসী সূত্রে জানা যায়,
বিয়ের পর স্বামী ও স্ত্রীর সম্মতিতে কনসেপ টিউবে বাচ্চা নেওয়ার সুবাদে চিকিৎসকদের ভুল অপারেশনে লীমার জরায়ু কেটে ফেলায় মা হওয়ার সকল পথ বন্ধ হয়ে যায়।এনিয়ে স্বামী ও তার পরিবারের লোকজন লীমাকে দায়ী করে বিভিন্ন সময় চরম লাঞ্ছিত করার পাশাপাশি তার উপরে পরিবারের অমানবিক নির্যাতন চালিয়ে আসছিল।তার স্ত্রী কখনও সন্তান হতে পারবে না এনিয়ে পরিবারের সঙ্গে তালমিলিয়ে নিজেও লীমার উপর অমানুষিক নির্যাতন চালায়। স্বামী ও তার পরিবারের জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করতে না পেরে গৃহবধূ ৪ দিন আগে এর স্বামীর বাড়ি থেকে এর বাবার বাড়িতে চলে আসে।
মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে তামান্না আক্তার লিমা তার মায়ের সাথে কথা বলে তাদের চৌচালা টিনের ঘরের পূর্ব পাশের রুম গিয়ে দরজা আটকে দেয়। এরপর বেলা অনুমান ১১ঃ৩০ ঘটিকার সময় তার ছোট ভাই শাহরিয়ার ফকির রুমের দরজা বন্ধ দেখে তার বোন তামান্না আক্তার লিমাকে ডাকাডাকি করেন। রুমের ভিতর থেকে সারা শব্দ না পেয়ে দরজার ফাঁক দিয়ে তার বোনকে ঘরের ফ্যানের সহিত ওড়না দ্বারা গলায় ফাঁস নিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার ডাক চিৎকারে আশপাশের লোকজন এসে লিমা কে ঝুলন্ত অবস্থা থেকে নিচে নামান। উক্ত বিষয়ে ভাংগা থানাকে অবহিত করলে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুতপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন।
ভাঙ্গা থানার এসআই রতন কুমার বলেন, পারিবারিক কলহের জেরধরে গৃহবধূ তামান্না আক্তার লীমা গলায় রশি ঝুলিয়ে আত্মহত্যা করেছে খবর পেয়ে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য আগামীকাল ফরিদপুর মর্গে পাঠানো হবে।
উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক
চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম
channel26ltd@gmail.com
১০৭ মতিঝিল বা/এ ( খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০
০১৬২৫৫৫৫০১২
Copyright © 2025 Cannel26 LTD. All rights reserved.