নিজস্ব প্রতিনিধি:
সিলেট সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় নগরীতে ১২টি অস্থায়ী পশুর হাটের অনুমোদনের জন্য জেলা প্রশাসক বরাবরে পাঠানো হয়েছে। সিটি কর্পোরেশন সুত্রে জানা যায়, গত (৮মে) সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) মোহাম্মদ রেজাই রাফিন সরকার স্বাক্ষরিত এই ১২টি স্হানে অস্হায়ী গরুর হাট স্থাপনের অনুমোদনের জন্য ৪৬.০৭.০০০০.০১৬.৩১.০০৫.২১-৬৯৯ নং স্বারকে একটি আবেদন পাঠানো হয়।
এর আগে গত (৭ মে) সিটি কর্পোরেশন পরিষদের সাধারণ সভায় পবিত্র ঈদ-উল-আযহা ২০২৫ উপলক্ষে সিটি কর্পোরেশন এলাকায় বর্ণিত ১২টি স্থানে সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় অস্থায়ী পশুর হাট স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। হাট-বাজার ইজারা নীতিমালা ২০১১ এর বিধি ১ এবং ১০.২ অনুসারে অস্থায়ী হাট স্থাপনের নিমিত্ত অনুমতি প্রদানের জন্য অনুরোধ করা হয়।
যে ১২টি স্থানে অস্থায়ী পশুর হাট স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে, তা হল :
১) দক্ষিণ সুরমা ট্রাক টার্মিনাল সংলগ্ন খালি জায়গা।
২) ঝালোপাড়া মসজিদ সংলগ্ন খালি জায়গা।
৩) আখালিয়া মদিনা মার্কেট নবাবী মসজিদ সংলগ্ন খালি জায়গা।
৪) আব্দুল লতিফ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন খালি জায়গা, মিরাপাড়া।
৫) তেমুখী পয়েন্ট (টুকের বাজার) সংলগ্ন খালি জায়গা।
৬) মাছিমপুরস্থ কয়েদির মাঠের (পার্শ্বস্থ) খালি জায়গা।
৭) মেজরটিলা বাজার সংলগ্ন খালি জায়গা।
৮) টিলাগড় পয়েন্ট সংলগ্ন আম্বরখানা রোড এর খালি জায়গা।
৯) শাহপরাণ (রহ:) বাজার সংলগ্ন খালি জায়গা।
১০) সিলেট সিটি কর্পোরেশনের মালিকানাধীন এস ফল্ট মাঠ, তেতলী।
১১) পাঠানটুলা পয়েন্ট সংলগ্ন খালি জায়গা।
১২) সিলেট পলিটেকনিক ইন্সটিটিউট সংলগ্ন খালি জায়গা (কাজির বাজার ব্রীজের নীচ বাবনা পয়েন্ট হতে গোপশহর রোড), বরইকান্দি।
উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক
চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম
channel26ltd@gmail.com
১০৭ মতিঝিল বা/এ ( খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০
০১৬২৫৫৫৫০১২
Copyright © 2025 Cannel26 LTD. All rights reserved.