আরিফুল ( কুষ্টিয়া) প্রতিনিধিঃ
কুষ্টিয়ার কুমারখালীতে বাস, মোটরসাইকেল ও ট্রাক্টরের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আজ সোমবার (১৯ মে) দুপুর দুইটায় দিকে কুষ্টিয়া - রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশন পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম সুরুজ আলী (২২)। তিনি উপজেলার চাপড়া ইউনিয়নের ছেঁউরিয়া এলাকার শফিকু্ল ইসলামের ছেলে। তিনি কু্ষ্টিয়া শহরের একটি ফার্মেসীতে কর্মরত ছিলেন।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, কুষ্টিয়া - রাজবাড়ী আঞ্চলিক মহাসকড় দিয়ে কুমারখালী থেকে মোটরসাইকেল করে সবুজ এবং একটি ইট বোঝায় ট্রাক্টর কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। পথে কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশন এলাকায় পৌছালে সুরুজ ট্রাক্টরকে ওভারটেক করতে গেলে কুষ্টিয়া ছেড়ে ছেড়ে আসা একটি অজ্ঞাত বাস মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এবং মোটরসাইকেলসহ সুরুজ ছিটকে ট্রাক্টরের নিচে পড়েন। এ সময় ট্রাক্টরের চাকা তার বুকের ওপর ওঠে যায় এবং মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে গিয়ে দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান সুরুজ।
সরেজমিন গিয়ে দেখা যায়, সড়কের ওপর রাখা রয়েছে ইট বোঝায় ট্রাক্টর গাড়িটি। গাড়ির নিচে রয়েছে দুমড়ে মুচড়ে যাওয়া মোটরসাইকেলটি। উৎসুক জনতা ভিড় করেছে। পুলিশ ট্রাক্টরের নিচ থেকে মোটরসাইকেলটি বের করছেন।
এ সময় স্থানীয় বাসিন্দা টিপু সু্লতান বলেন, সবুজ ট্রাক্টর গাড়িটিকে ওভারটেক করার সময় তাকে একটি বাস এসে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান সবুজ। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেছেন।
নিহত সুরুজের ছোট ভাই সবিজ হোসেন বলেন, ভাই একটি ফার্মেসীতে কাজ করে। বন্ধুর সঙ্গে দেখা করতে কুমারখালী এসেছিল। কুষ্টিয়া কর্মস্থলে ফেরার পথে বাস, ট্রাক্টর ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মারা গেছেন। অবৈধ ট্রাক্টর মহাসড়কে না চললে এই দুর্ঘটনা ঘটত না। আমি বিচারের চেয়ে মামলা করব।
কুষ্টিয়ার চৌড়হাঁস হাইওয়ে পুলিশের উপপরিদর্শক জয়দেব কুমার সরকার বলেন, মোটরসাইকেলটি ইট বোঝায় ট্রাক্টরকে ওভারটেক করতে গেলে বাসের ধাক্কায় দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা গেছেন মোটরসাইকেল চালক। এ ঘটনায় দুমড়ে মুচড়ে যাওয়া মোটরসাইকেল এবং ঘাতক ট্রাক্টরটিকে জব্দ করা হয়েছে। মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক
চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম
channel26ltd@gmail.com
১০৭ মতিঝিল বা/এ ( খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০
০১৬২৫৫৫৫০১২
Copyright © 2025 Cannel26 LTD. All rights reserved.