ইমরান সরকার:-জেলা তথ্য অফিস, গাইবান্ধা- এর আয়োজনে ২০২৪-২৫ অর্থবছরে এপ্রিল-জুন ২০২৫ কোয়াটারে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি(এপিএ)'র আওতায় তারুণ্যনির্ভর উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিমূলক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের নাকাই গ্রামে নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন
উপপরিচালক, মহিলা বিষয়ক কর্মকর্তা, জনাব মোঃ নার্গিস জাহান গাইবান্ধা।
বক্তব্য রাখেন
জনাব মোঃ মিরাজুল ইসলাম, উপপরিচালক, ইসলামি ফাউন্ডেশন, গাইবান্ধা জেলা শাখা। জনাব ইশতিয়াক আহমাদ আবীর, তথ্য অফিসার, জেলা তথ্য অফিস, গাইবান্ধা।জনাব মোঃ আব্দুল আলীম, সহকারী তথ্য অফিসার, জেলা তথ্য অফিস, গাইবান্ধা। জনাব মোছাঃ রশিদা বেগম, ইউপি সদস্য, নাকাই ইউনিয়ন পরিষদ, গোবিন্দগঞ্জ।
আলোচনার বিষয় ছিল:
১. ডেঙ্গু প্রতিরোধ ২. নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ ৩. শিশুকে মাতৃদুগ্ধ দান ৪. শিশু ও নারী অধিকার ৫. শিশুর যথাযথ বিকাশ ৬. অটিজম ও শিশুর মানসিক স্বাস্থ্য ৭. জন্ম নিবন্ধন ৮. শিক্ষা ৯. নারীর ক্ষমতায়ন ১০. নারীর সামাজিক নিরাপত্তা কর্মসূচিসমূহ ১১. পানিতে ডুবে শিশুমৃত্যু প্রতিরোধ ১২. পরিবেশ সুরক্ষা ও দুর্যোগকালীন নারী ১৩. শিশুর সচেতনতা ১৪. জেন্ডার সমতা ১৫. নিরাপদ মাতৃত্ব ১৬. বাল্য বিবাহ ১৭. ইভটিজিং ও পরিস্কার পরিচ্চন্ন ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।
পুরো অনুষ্ঠানটি স্বাগত অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা তথ্য অফিস, গাইবান্ধা- এর সাইন অপারেটর জনাব মোঃ মাসুদুর রহমান (মাসুদ)।
উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক
চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম
channel26ltd@gmail.com
১০৭ মতিঝিল বা/এ ( খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০
০১৬২৫৫৫৫০১২
Copyright © 2025 Cannel26 LTD. All rights reserved.