সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
সিদ্ধিরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধেও প্রজন্ম দল সিদ্ধিরগঞ্জ থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৭ মে) নাসিক ৫নং ওয়ার্ড সিদ্ধিরগঞ্জ স্টেডিয়াম এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। মুক্তিযুদ্ধের প্রজন্ম দল কেন্দ্রীয় যুগ্ন সম্পাদক ও সাবেক নাসিক কাউন্সিলর গোলাম মুহাম্মাদ সাদরিলের সার্বিক তত্বাবধায়নে এ কর্মসুচির আয়োজন করা হয়েছে।
এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধেও প্রজন্ম দল সিদ্ধিরগঞ্জ থানা শাখার সভাপতি জসিম উদ্দিন বুলবুল বলেন, প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলা ও সারা বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাব, খাদ্য ঘাটতি পূরণ ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গাছ লাগানোর কোনো বিকল্প নেই। সচেতনতার অভাবে চলছে নির্বিচারে বৃক্ষ নিধন। ফলে জীবন ধারণের নিয়ামক অক্সিজেনের সরবরাহ হ্রাস পাচ্ছে প্রতিনিয়ত এবং সেই সাথে পরিবেশের বিপর্যয় ঘটছে ভয়াবহভাবে। তাই বৃক্ষরোপনের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয় জাতীয়ভাবে কর্মসূচি গ্রহণ করা এখন সময়ের দাবি।
তিনি আরো বলেন হাদিসে এসেছে , যদি কোনো মুসলমান একটি বৃক্ষ রোপণ করে অথবা কোনো শস্য উৎপাদন করে এবং তা থেকে কোনো মানুষ কিংবা পাখি অথবা পশু ভক্ষণ করে, তবে তা উৎপাদনকারীর জন্য সদকা (দান) স্বরূপ গণ্য হবে।’ (বুখারি, মুসলিম) তাই প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং মহান রাব্বুল আলামিনের কাছ থেকে উত্তম প্রতিদানের আশায় প্রত্যেককে ব্যাক্তিগতভাবে একটি ফলজ, একটি বনজ এবং একটি ওষুধী গাছ রোপনের জন্য আহবান জানান।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধেও প্রজন্ম দল সিদ্ধিরগঞ্জ থানা শাখার সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মঞ্জু, আশরাফ উদ্দিন পুলক, শাহ আলী সহ প্রমূখ।
উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক
চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম
channel26ltd@gmail.com
১০৭ মতিঝিল বা/এ ( খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০
০১৬২৫৫৫৫০১২
Copyright © 2025 Cannel26 LTD. All rights reserved.