মন্জুরুল আহসান শামীম
স্টাফ রিপোর্টারঃ কাউনিয়ায় বাসের ধাক্কায় এস এস সি পরীক্ষার্থী সহ একই পরিবারের ৩ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনা টি ঘটেছে মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে উপজেলার মহেশা গ্রামের জুম্মার পাড় নামক স্থানে।
পারিবারিক ও থানা সূত্রে জানাগেছে কাউনিয়া উপজেলার মীরবাগ মহেশা গ্রামের বাসিন্দা মোঃ আশরাফুল ইসলাম লন্ডী মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে স্ত্রী রুবিনা বেগম(৩২)তার শিশু সন্তান রহমত আলী (০২) এবং এস এস সি পরীক্ষার্থী ভাতিজি আফছানা বেগম স্নেহা(১৬)কে সাথে নিয়ে মোটরসাইকেল যোগে কাউনিয়া মোফাজ্জল হোসেন মডেল সরকারী উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিলেন। এসময় কুড়িগ্রাম রংপুর মহাসড়কে মীরবাগ জুম্মার পাড় নামক স্থানে পৌঁছিলে বেপরোয়া গতিতে আসা মাহিন্দ্রা ব্রেক করলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারান, একই দিক থেকে আসা একটি অজ্ঞাত বাস ধাক্কা দিলে আশরাফুল ইসলাম লন্ডীর স্ত্রী রবিনা বেগম (৩২) পুত্র রহমত আলী (০২) এবং ভাতিজি আফসানা বেগম স্নেহা(১৬) সহ একই পরিবারের ৩ জন ঘটনা স্থলেই প্রাণ হারান। আফসানা বেগম স্নেহার আজকেই ছিল এস এস সি'র শেষ পরীক্ষার দিন। এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের মাতম চলছে। এবি শয়ে ফোনে যোগাযোগ করলে মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক ওয়াসিম বাড়ি রাজ জানান মাহিন্দ্রা, থ্রিহুইলার ও অবৈধ যান কাকড়া ভটভটি গাড়ি গুলো বেপরোয়া গতিতে রাস্তায় চলাচল করায় সড়ক দূর্ঘটনা দিন দিন বাড়ছে। প্রশাসন এ বিষয় গুলো দেখেও না দেখার ভান করছে। ফলে সড়কে প্রতিদিন মৃত্যু মিছিলে যোগ হচ্ছে অনেক তাজা প্রাণ।
কাউনিয়া থানা অফিসার ইনচার্জ ওসি আব্দুল লতিফ শাহ মৃত্যুর বিষয় টি নিশ্চিত করেছেন।
উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক
চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম
channel26ltd@gmail.com
১০৭ মতিঝিল বা/এ ( খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০
০১৬২৫৫৫৫০১২
Copyright © 2025 Cannel26 LTD. All rights reserved.