মন্জুরুল আহসান শামীম
স্টাফ রিপোর্টারঃ কাউনিয়ায় রোববার গভীর রাতে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
থানা সূত্রে জানাগেছে রোববার দিবাগত রাত আনুমানিক সোয়া ১টার দিকে কাউনিয়া উপজেলার মীরবাগ ধর্ম্মেশ্বর মহেশা বিজলের ঘুন্টি বুড়াইল ব্রীজে রংপুর কুড়িগ্রাম মহাসড়কে রোববার রাত সোয়া ১টার দিকে রংপুর থেকে মোটরসাইকেল যোগে নিজ বাড়িতে ফেরার পথে ফুলবাড়ি উপজেলার কবিরমাহমুদ গ্রামের নিবারণ চন্দ্রের পুত্র সঞ্জয় চন্দ্র (২৭) এবং একই উপজেলার মাষ্টার পাড়া গ্রামের আজিম উদ্দিনের পুত্র বেলাল হোসেন (৪০) বিপরীত দিক কুড়িগ্রাম থেকে ঢাকা গামী শাহ আলী পরিবহন ঢাকা মেট্রো-ব-১৪-৬২৪৫ নাইট কোচের ধাক্কায় ঘটনা স্থলেই প্রাণ হারায়।
দূর্ঘটনা কবলিত ঘাতক বাসটি কে পুলিশ আটক করেছে। সোমবার ভোরে পুলিশ স্বজনদের কাছে লাশ দুটি হস্তান্তর করেছে।
কাউনিয়া থানা অফিসার ইনচার্জ ওসি আব্দুল লতিফ শাহ বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন এব্যাপারে সড়ক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক
চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম
channel26ltd@gmail.com
১০৭ মতিঝিল বা/এ ( খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০
০১৬২৫৫৫৫০১২
Copyright © 2025 Cannel26 LTD. All rights reserved.