মোঃ শহিদুল ইসলাম (স্টাফ রিপোর্টার):
বগুড়ায় মোবাইলে ফোনে পরিচয় একপর্যায়ে প্রেমের সম্পর্ক। অতঃপর বিনোদন পার্কে বেড়ানোর নামে স্কুল ছাত্রীকে ধর্ষণ করে কথিত প্রেমিক।
ভিকটিম স্কুল ছাত্রী ওই কিশোরী কে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মঙ্গলবার শহরের একটি আবাসিক হোটেলে এ ধর্ষণের ঘটনা ঘটে।
ভিকটিম পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্র ইউনিয়নের বাসিন্দা ও স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী। এঘটনায় অভিযুক্ত হলো ধর্ষক বগুড়া সদরের নামুজা ভান্ডারি পাড়া গ্রামের পিন্টু মিয়ার পুত্র ইমরান।
ভুক্তভোগী কিশোরীর বরাত দিয়ে তার পিতা বলেন, তার মেয়ে ১০ম শ্রেণিতে পড়া লেখা করে। এরই মধ্যে পাশের উপজেলার ইমরান নামের এক যুবকের সাথে মুঠো ফোনে বন্ধুত্ব গড়ে ওঠে। একপর্যায়ে সেটি প্রেমের রূপ নেয়। সকালে স্কুলে যাওয়ার কথা বলে তার ছেলে বন্ধু তথা প্রেমিকের সঙ্গে বগুড়া সদরের ইকো পার্কে ঘুরতে যায়। সেখান থেকে তাকে নানা প্রলোভন দেখিয়ে শহরের একটি আবাসিক হোটেলে নিয়ে গিয়ে জোরপূর্ক ধর্ষণ করা হয়। এরপর কিশোরী ক্রমশ অসুস্থ হয়ে পড়লে ঘটনার বেগতিক দেখে ওই সময় ধর্ষক বন্ধু পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে স্বজনদের খবর দেন। পরে চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়।
এ বিষয়ে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈন উদ্দিন বলেন, ভুক্তভোগী কিশোরী বর্তমান আশঙ্কামুক্ত রয়েছেন। এ ঘটনায় ধর্ষিতা পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। এঘটনার অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছে!!
উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক
চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম
channel26ltd@gmail.com
১০৭ মতিঝিল বা/এ ( খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০
০১৬২৫৫৫৫০১২
Copyright © 2025 Cannel26 LTD. All rights reserved.