ক্রাইম রিপোর্টার জসিম হোসেন ঝিনাইদহ।
ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়নের নগরবাথন সরদারপাড়ায় বৃহস্পতিবার গভীর রাতে দুর্ধর্ষ গরু চুরির ঘটনা ঘটেছে। আনুমানিক রাত ৩টার দিকে সংঘটিত এই চুরিতে দুটি পরিবারের চারটি গরু চুরি হয়ে যায়। ঘটনাটি এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর একজন হলেন মোঃ সেলিম জর্দার, পিতা মোঃ শামসুল জর্দার। পেশায় দিনমজুর সেলিম তিন বছর আগে এনজিও থেকে ৩০ হাজার টাকা ঋণ নিয়ে একটি গরু কেনেন। সেখান থেকে যত্ন ও পরিশ্রমে তিনি পাঁচটি গরু করতে সক্ষম হন। এর মধ্যে দুটি বিক্রি করে তিনটি গরু রেখে দেন সংসার চালানোর জন্য। কিন্তু গতরাতে সেই তিনটিই চুরি হয়ে যায়। এখন নিঃস্ব হয়ে পড়েছেন সেলিম। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, আমার সব শেষ। কীভাবে চলবো এখন?
অন্যদিকে, আরেক ক্ষতিগ্রস্ত দিনমজুর শওকত সাহা, পিতা মোহাম্মদ আক্কাস সাহা, যিনি দিন এনে দিন খাওয়া মানুষ। তার একটি মাত্র গরু ছিল, যার বর্তমান বাজারমূল্য আনুমানিক এক লক্ষ টাকা। এই গরুটিই ছিল তার একমাত্র ভরসা। সেটিও চুরি হয়ে যাওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। শওকত বলেন, এই গরুটাই ছিল আমাদের ভবিষ্যতের আশা। এখন আর কিছুই রইলো না।
এলাকাবাসী জানায়, রাতের অন্ধকারে সংঘবদ্ধ চোরেরা চুপিসারে গোয়ালঘরে হানা দেয় এবং গরুগুলো নিয়ে পালিয়ে যায়। স্থানীয়দের দাবি, গরু চুরির ঘটনা দিন দিন বেড়ে চলেছে। প্রশাসনের নজরদারি বাড়ানোর আহ্বান জানান তারা।
এমন হৃদয়বিদারক ঘটনার পর দুই দিনমজুর পরিবার এখন দিশেহারা। তাদের পাশে দাঁড়ানো এখন সময়ের দাবি।
উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক
চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম
channel26ltd@gmail.com
১০৭ মতিঝিল বা/এ ( খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০
০১৬২৫৫৫৫০১২
Copyright © 2025 Cannel26 LTD. All rights reserved.