

মাহবুব ইসলাম হোমনা প্রতিনিধি :
কুমিল্লার হোমনায় রাস্তার পাশ থেকে মো. ফারুক মিয়া ওরফে পান্ডু (৩০) নামের একাধিক ডাকাতি মামলার ওয়ারন্ট ভুক্ত আসামী ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে হোমনা থানা পুলিশ।
আজ শুক্রবার ( ৪ এপ্রিল) সকালে হোমনা পৌর সভার বাগমারা গ্রামের চকেরহাটি থেকে তার লাশ উদ্ধার করা হয়। পান্ডু গ্রামের মৃত আবদুল জলিল মিয়ার ছেলে।
থানা সূত্রে জানাগেছে,তার বিরুদ্ধে হোমনা থানায় ডাকাতি, খুন দস্যুতা সহ পাঁচটি মামলা রয়েছে।
বাগমারা গ্রামের বাসিন্দা আবুল খায়ের বলেন, পান্ডু গ্রামে থাকে না, সে পরিবার-পরিজন নিয়ে নারায়ণগঞ্জ থাকে। কখন গ্রামে আসে আবার কখন চলে যায়, কেউ বলতে পারে না। তবে সে এলাকায় আসলেই কোন না কোন স্থানে ডাকাতির খবর পাওয়া যায়।
পান্ডুর মা হোসনেয়ারা বেগম বলেন, ‘আজ সকালে আমার কাছে লোকজন এসে বলতেছে পান্ডুরে নাকি কে বা কারা মাইরা ফালাইছে। এসে দেখি ঘটনা সত্য। সে কান্না জড়িত কন্ঠে বলেন আমার ছেলেরে না মাইরা জেলে দিয়া দিত। যেই আমার ছেলেকে মেরেছে আমি এর বিচার চাই।’
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা বলেন, এটি নি:সন্দেহে হত্যাকান্ড। লাশের ঘাড়ে চাকুর ঘাইসহ পিঠে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে। কোমরে কালো ওড়না বাঁধা ছিল। তাঁর বিরুদ্ধে হোমনা থানায় ডাকাতি, খুন, দস্যুতা সহ পাঁচটি মামলা রয়েছে। এর মধ্যে চারটিতেই ওয়ারেন্ট আছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। খুনের রহস্য উদ্ঘাটনে এবং খুনিদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।