বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
জিয়া সৈনিক দল নাসিক ৩নং ওয়ার্ড আহবায়ক কমিটি ঘোষনা জনগণের অধিকার আদায়ে দলকে শক্তিশালী করতে হবে : গিয়াসউদ্দিন জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল ফতুল্লা থানার পুর্ণাঙ্গ ও সোনারগাঁও থানার আহবায়ক কমিটি ঘোষনা নাসিক ৭ নং ওয়ার্ডে সাবেক সাংসদ গিয়াস উদ্দিনের পক্ষে করোনা প্রতিরোধে লিফলেট বিতরন সিদ্ধিরগঞ্জে অসুস্থ বিএনপি নেতাদের খোঁজখবর নিলেন সাদরিল সাবেক সাংসদ গিয়াস উদ্দিনের এপিএস নির্বাচিত হওয়ায় সাদরিলকে সংর্বধনা সাবেক প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল গ্রেপ্তার নগর ভবনে হামলার দায় উপদেষ্টা আসিফের ঘনিষ্ঠদের: ইশরাক পৃথিবীর সর্বনাশের জন্য আমরা আসামি : প্রধান উপদেষ্টা সিদ্ধিরগঞ্জে সাবেক সাংসদ গিয়াস উদ্দিনের আহবানে করোনা প্রতিরোধে লিফলেট বিতরন
Headline
বীরগঞ্জে বসতবাড়িতে অগ্নিসংযোগ ও বাড়ি দখল চেষ্টায় আহত ৪
আপডেট : বুধবার, ১২ মার্চ, ২০২৫, ১০:০৬ অপরাহ্ন

 

শেখ সাইদুল আলম সাজু, দিনাজপুর প্রতিনিধিঃ ‎দিনাজপুরের বীরগঞ্জে ভাড়াটে এক দল সন্ত্রাসী দিয়ে বসতবাড়িতে অগ্নিসংযোগ এবং অতর্কিত হামলা চালায় এ ঘটনায় সাংবাদিক নাজমুল হোসেন ও তার মা সহ ৪ জন আহত হয়ে বীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

‎মঙ্গলবার ১১ মার্চ দুপুরে বীরগঞ্জ পৌরসভা এলাকার ৬নং ওয়ার্ডের মাকড়াই গ্রামের শমসের আলীর বসতভিটায় জমিজমা নিয়ে বিরোধ কে কেন্দ্র এ ঘটনা ঘটেছে।

‎প্রক্ষদর্শীরা বলেন, কাড়ির পুজে আগুন লাগিয়ে বাড়িটি জবরদখলের চেষ্টা করে। স্থানীয় লোকজন ও ৯৯৯ এর সহায়তায় ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তাৎক্ষণিক বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল গফুর স্বাস্থ্য কমপ্লেক্সে সাংবাদিক নাজমুল হোসেন কে দেখতে যান এবং আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। বীরগঞ্জ, কাহারোল ও খানসামা উপজেলার সাংবাদিকগণ সাক্ষাৎ করে খোঁজখবর নেন ও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

‎থানা সূত্রে জানা যায়, মাকড়াই গ্রামের শমসের আলীর বড় ছেলে নাসির ইসলাম বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০/১৫ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন যার মামলা নং ১২, ১২/০৩/২০২৫। খড়ে আগুন লাগিয়ে ও সন্ত্রাসীদের ভাংচুরেরর তান্ডবে প্রায় ১ লক্ষ বিশ হাজার ক্ষতি ও গরু বিক্রয়ের নগদ সাড়ে ৩ লক্ষ টাকা নিয়ে যাওয়ার কথাও উল্লেখ রয়েছে।

‎নাসির ইসলাম বলেন, একই গ্রামের মৃত লাল মোহাম্মদ প্রতিবেশী আমার বাবা কে বসবাস করার জন্য মৌখিক ভাবে ৯ শতাংশ দেয়। সেই মোতাবেক আমার পিতা সহ আমরা সেখানে বসবাস করি। পরবর্তীতে ১৯৮৪ সালে ১৩ শতাংশ ক্রয় করা হয়। ক্রয়কৃত জমি আমাদেরকে বুঝাইয়া না দিয়ে আমাদেরকে উক্ত স্থান হতে উচ্ছেদ করার জন্য ভাড়া করে সন্ত্রাসীদের দিয়ে মারধোর করল।

‎তিনি আরও বলেন, আমাদের কাছে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে এবং বাড়ি ঘরের তালা ভাংচুর করে গরু বিক্রয়ের নগদ সাড়ে ৩ লক্ষ টাকা নিয়ে গেছে। এ ঘটনায় সাংবাদিক নাজমুল হোসেন(২৪) সহ তার মা জয়গুণ বেগম(৫৫), ভাই আক্তারুল ইসলাম(২৯) আহত হয়ে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি আছে। ভাতিজা ফাহিম ইসলাম (১০) গুরুতর আহত অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।

‎এ ব্যাপারে বীরগঞ্জ থানার ওসি মোঃ আব্দুল গফুর সত্যতা নিশ্চিত করেন। আরও বলেন, আমি হাসপাতালে দেখতে যায়। এবিষয়ে সাংবাদিক নাজমুল এর ভাই একটি মামলা করেছে।

এই বিভাগের আরো খবর
আমাদের পেজ ফলো করুন