স্টাফ রিপোর্টার, সাইফুজ্জামান সুমন।
আজ (১২ই মার্চ) বুধবার বিকাল ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি আউটপোস্ট নলিয়ান কর্তৃক সুন্দরবনের মরা লক্ষী খাল সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে একটি কাঠের বোট তল্লাশি করে ২৫ কেজি হরিণের মাংস এবং হরিণ শিকারের ৮০ টি ফাঁদ সহ ০৫ জন হরিণ শিকারীকে আটক করা হয়।
আটককৃত হরিণ শিকারী ব্যক্তিরা হলেন মোঃ ইমরান গাজী (২৪),আব্দুর রহিম (৪৩),রোকনুজ্জামান (৩৫),আবু মুসা (৩৬), মোঃমামুন (৩৫) খুলনা জেলার কয়রা থানার বাসিন্দা।
জব্দকৃত হরিণের মাংস, হরিণ শিকারের ফাঁদ ও কাঠের ডিঙ্গি নৌকাসহ আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ফরেস্ট অফিসের নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।
বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধের মাধ্যমে সুন্দরবনকে রাখার লক্ষ্যে কোস্ট গার্ডের এরূপ অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে।
উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক
চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম
channel26ltd@gmail.com
১০৭ মতিঝিল বা/এ ( খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০
০১৬২৫৫৫৫০১২
Copyright © 2025 Cannel26 LTD. All rights reserved.