স্টাফ রিপোর্টার, সাইফুজ্জামান সুমন।
ক্ষমতার অপব্যবহার সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিএম ইমদাদুল হকের প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
আজ সোমবার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এ মানববন্ধন কর্মসূচিতে রাজনৈতিক দলের নেতাকর্মী, নাগরিক সমাজের প্রতিনিধি, সামাজিক সংগঠনের নেতাসহ, সাধারণ মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি ওসির বিতর্কিত একটি ঘটনা আলোচিত হয়েছে। খুলনার কয়রায় শ্বশুরবাড়ি থেকে নিখোঁজ হয়েছেন আয়শা আক্তার মীম (২১)নামে এক গৃহবধূ৷ মেয়ের সন্ধানে থানায় সহযোগিতা চাইতে গিয়ে অপমানিত হয়েছেন তার বাবা মোখলেসুর রহমান।
ভুক্তভোগীর অভিযোগ, গত (৫ই মার্চ) রাত থেকে হঠাৎ নিখোঁজ আয়শা আক্তার মীম।বিষয়টি জানিয়ে সহযোগিতা চাইতে শুক্রবার (৭ই মার্চ) সকালে কয়রা থানায় যান তার বাবা মোখলেসুর রহমান ও চাচাতো ভাই ইউনুস আলী।
কিন্তু তাদের অভিযোগ শুনে ওসি তাচ্ছিল্যের সুরে বলেন, আপনার মেয়ে কার সঙ্গে প্রেম করে চলে গেছে, সেই নাম্বার দেন, কথা বলে ফিরিয়ে আনা যায় কিনা দেখি।
পরবর্তীতে লিখিত অভিযোগ গ্রহণের অনুরোধ জানালে ওসি বলেন, আল্লাহর ওয়াস্তে ডিউটি অফিসারের কাছে রেখে যান সময় পেলে দেখব।
ঘটনার সময় ওসির কক্ষে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা ও কয়রা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আহ্বায়ক মাওলা বক্স। তিনি বলেন, একজন বাবা তার নিখোঁজ মেয়ের সন্ধানে পুলিশের কাছে চাইতে পারেন, এটি তার নাগরিক অধিকার। কিন্তু ওসি যেভাবে কথা বলেছেন, তা অপমানজনক।
মেয়ের বাবা মোখলেছুর রহমান বলেন,আমার মেয়ে শ্বশুরবাড়িতে প্রায় নিগৃহীত হতো।হয়তো অভিমানে কোথাও চলে গেছে। পুলিশের সহযোগিতা চেয়ে উল্টো অপমানিত হয়েছি। আমার সঙ্গে থাকা ফুফাতো ভাই প্রতিবাদ করলে তাকেও দেখে নেওয়ার হুমকি দেয়া হয়েছে।
উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক
চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম
channel26ltd@gmail.com
১০৭ মতিঝিল বা/এ ( খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০
০১৬২৫৫৫৫০১২
Copyright © 2025 Cannel26 LTD. All rights reserved.