স্টাফ রিপোর্টার, সাইফুজ্জামান সুমন।
খুলনার কয়রা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৯০ পিচ ইয়াবাসহ ২ মাদক কারবারীকে আটক করেছে।
আটকৃত ব্যক্তিরা হলেন কয়রা উপজেলা আটরা গ্রামের মোঃরাজু খাঁ(২৬)পিং নূর মোহাম্মদ খাঁ ও গোবিন্দপুর গ্রামের মোঃ মুজাহিদ গাজী (২০) পিং সাইদুর রহমান গাজীকে ৯০পিস ইয়াবাসহ আমাদী ব্রীজের উপর থেকে তাদেরকে আটক করে।
থানা সূত্রে জানা গেছে, কয়রা থানা অফিসার ইনচার্জ (ওসি) জি এম ইমদাদুল হকের নির্দেশে ১৫ ফেব্রুয়ারি (শনিবার) আনুমানিক ৩:০০ টার দিকে কয়রা থানার এস আই মনিরুল ইসলাম, এএস আই নাসির উদ্দিন, কনস্টেবল আসাদ তাদের সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
কয়রা থানা অফিসার ইনচার্জ (ওসি) জি এম ইমদাদুল হক বলেন আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে।
উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক
চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম
channel26ltd@gmail.com
১০৭ মতিঝিল বা/এ ( খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০
০১৬২৫৫৫৫০১২
Copyright © 2025 Cannel26 LTD. All rights reserved.