স্টাফ রিপোর্টারঃ সাইফুজ্জামান সুমন। কয়রা উপজেলার সহকারি প্রাথমিক শিক্ষা
অফিসার ইসলামুল হক মিঠুর বিরুদ্ধে দুর্নীতির অনিয়ম ও শিক্ষকদের হয়রানির অভিযোগ প্রমাণিত হাওয়ায় তাকে দাকোপ বদলী করা হয়েছে। জানা গেছে উপজেলা সহকারি শিক্ষা অফিসার ইসলামুল হাক নিঠুর বিরুদ্ধে দুর্নীতি অনিয়ম ও শিক্ষকদের হয়রানির বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ করেন করেন কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের সাতহালিয়া গ্রামের আব্দুল করিম সানার ছেলে এম আইয়ূব। তার অভিযোগের ভিত্তিতে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওয়াহিদুল আলম সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জামাল হোসেনকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি গত ৫ই নভেম্বর তদন্ত সম্পূর্ণ করেন। তদন্তে নয়টি অভিযোগের মধ্যে আটটি অভিযোগ প্রমাণিত হয়। কমিটির প্রতিবেদন অনুযায়ী জেলা শিক্ষা অফিসার মিঠুর বিরুদ্ধে বিভাগীয় শান্তির জন্য সুপারিশ করেন।পরবর্তীতে শিক্ষা অধিদপ্তর সহকারি শিক্ষা অফিসার ইসলামুল হক মিঠুকে খুলনা জেলা দাকোপ উপজেলায় বদলী করা হয়। তার বদলী সংবাদ জানা জানি হইলে বিভিন্ন জায়গায় মিষ্টির বিতরণের উৎসব চলে। এমন খবর জানা যায়।প্রসঙ্গতঃশিক্ষা অফিসার ইসলামুল হক মিঠু কয়রায় দ্বিতীয় বার যোগদান করার পর অপেশাদার আচরণ শিক্ষকদের নানাভাবে হয়রানি। দুর্নীতি ও অনিয়মের সঙ্গে জড়িয়ে পড়েন এমন দুর্নীতিবাজ শিক্ষা অফিসার কয়রা উপজেলার শিক্ষকরা দেখতে চায় না বলে জানা যায়।
উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক
চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম
channel26ltd@gmail.com
১০৭ মতিঝিল বা/এ ( খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০
০১৬২৫৫৫৫০১২
Copyright © 2025 Cannel26 LTD. All rights reserved.