স্টাফ রিপোর্টার,সাইফুজ্জামান সুমন।
আজ ১লা ফেব্রুয়ারি (শনিবার) দুপুর ২ টার সময় কয়রা সদর ইউনিয়নের সাবেক ছাত্রলীগ সভাপতি ইখতিয়ার উদ্দিন হিরো, পিং-মৃত আমিরুল ইসলাম ঢালী, সাং-দক্ষিণ মদিনাবাদ,থানা-কয়রা, জেলা-খুলনাকে কয়রা থানা পুলিশ গ্রেফতার করেন। নিষিদ্ধকরণ সংগঠন ছাত্রলীগের এবং ১লা ফেব্রুয়ারি ২০২৫ ইং তারিখ হইতে ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ইং তারিখ পর্যন্ত আওয়ামীলীগের প্রোগ্রামে নাশকতা পরিকল্পনাকারী হিসেবে পুলিশ তাহাকে নিজ বাড়ী থেকে গ্রেফতার করেছে । একই সাথে তাহাকে পাইকগাছার কপিলমুনি বিএনপি'র করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।যাহার মামলা নং-০৮/১২০তাং-২৬/০৮/২৪।গ্রেফতারের পরে তাকে পাইগাছা থানায় হস্তান্তর করা হয়।
গত ৫ আগস্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর থেকে ইখতিয়ার উদ্দিন হিরো পলাতক ছিল। ইখতিয়ার উদ্দিন হিরো নিষিদ্ধকরণ সংগঠন ছাত্রলীগের বিভিন্ন পদে থাকাকালীন অবস্থায় বিভিন্ন অপকর্মের সাথে লিপ্ত ছিল। সংগঠনের নাম ব্যবহার করে জমি দখল, ঘের দখল, খাল দখল, চাঁদাবাজি, মামলা, হামলা করে বিভিন্নভাবে মানুষকে হয়রানি করেছে।
উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক
চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম
channel26ltd@gmail.com
১০৭ মতিঝিল বা/এ ( খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০
০১৬২৫৫৫৫০১২
Copyright © 2025 Cannel26 LTD. All rights reserved.