খন্দকার জাহাঙ্গীর হোসেন।
অনেক শত না বলা কথার মত
আমার বুকে অনেক হাজার দুঃখ জমা
ইশারা ঈঙ্গিতে কখনো বলিনি তোমাকে
যদি পারো করিও আমায় নিঃশর্ত ক্ষমা
কেউ কি উপযাচক হয়ে দুঃখের কথা কখনো বলে
লুকিয়ে রাখে আপনাকে আপন দুঃখ ভুলার ছলে
ফুটিয়ে বিস্মিত আলো চোখের কোণে-মধুর হাসে
চিরহরিৎ বসন্তের গান-গায়
হৃদয় কোকিলের সুর ভালবাসে
তুমি দেখেছো হাসি আমার চোখে- দেখনি দুঃখ বেদনা
আমার ভালবাসা চিরসুন্দর সত্য- শুধু তোমার অজানা
হৃদয়ে পুষে চলেছি দুঃখ-অকৃত্রিম বেদনায়
পারোনি বুঝতে তুমি হায়! কখনো আমায়!
# প্রবাসী লেখকঃ- আমেরিকা
নামঃ-খন্দকার জাহাঙ্গীর হোসেন
মোবাইল নং-০১৯১৬৫৪৪৩৫৭৬
৮৩৬৭ হানিকম্ব ওয়ে
স্যাক্রামেন্টো, ক্যালিফোর্নিয়া ৯৫৮২৮ ইউএসএ
উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক
চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম
channel26ltd@gmail.com
১০৭ মতিঝিল বা/এ ( খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০
০১৬২৫৫৫৫০১২
Copyright © 2025 Cannel26 LTD. All rights reserved.