মোঃ আরফাতুল ইসলাম সানি কক্সবাজার-১ প্রতিনিধি:
উপজেলা সমবায় সমিতি অফিসার রমিজ উদ্দিন ও কক্সবাজার জেলা সমবায় সমিতি অফিসার জহির আব্বাছ এর বিরুদ্ধে বুধবার(২৯জানুয়ারি) সকাল ১০ চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে চকরিয়া পৌরশহরের সড়কে মানববন্ধন করেন চিরিংগা কাকারা মাঝেরফাঁড়ী সুরাজপুর-মানিকপুর, হিমছড়ি.সিএন.জি চালক সমবায় সমিতির শ্রমিকরা
এসময় মানববন্ধন উপস্থিত ছিলেন চকরিয়া কাকারা মানিকপুর.হিমছড়ি সি.এন.জি.সমবায় সমিতির সভাপতি শাহাব উদ্দিন ও সাধারণ সম্পাদক মোরশেদুল ইসলাম বক্তব্য বলেন এই সমিতি ২০০৪ সাল থেকে দীর্ঘ ২১বছর রেজিস্ট্রার ভুক্ত হয় সেই থেকে চলমান রয়েছে, কিন্তু কয়েক মাস আগে একি লাইনে আরেকটি সংগঠনকে রেজিষ্ট্রেশন দেন চকরিয়া উপজেলা সমবায় কর্মকর্তা রমিজ উদ্দিন এই ভূয়া রেজিষ্ট্রেশন বাতিল করতে হবে।
এবং শ্রমিকরা বলেন এই সমিতির নাম ব্যবহার করে শ্রমিকদের কাছ থেকে চাঁদাবাজি করে আসছে ও প্রতিনিয়ত শ্রমিকদের কে হয়রানি ও মারধরের শিকার হচ্ছে বলে জানান
এসময় উপস্থিত ছিলেন লামা আলিকদম জীপ শ্রমিক সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম সাধারণ সম্পাদক রফিক উদ্দিন,বৃহত্তর চকরিয়া বদরখালী সড়কের সাবেক সভাপতি এম জয়নাল উদ্দীন,চকরিয়া উপজেলা শ্রমিকদলের যুগ্মসম্পাদক বেলাল উদ্দিন,লক্ষ্যাচ্যর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন
এই বিষয়ে সমবায় কর্মকর্তা রমিজ উদ্দিন থেকে জানতে চাইলে তিনি বলেন মোটো ফোনে বলেন
আরেক টা নতুন সমিতি যেটা রেজিস্ট্রার হয়েছে এটা হচ্ছে জিদ্দাবার থেকে বমুবিলছড়ি পুরাতন যেটা সেটা হলো চকরিয়া থেকে হিমছড়ি দুই ষ্টেশন
দুই ধরণে যাত্রী চলাচল করবে তাতে কি শ্রমিকদের কি মারামারি হানাহানি করতে হবে তিনি আরও বলেন একই রাস্তায় একাধিক সমিতি হতে পারে বা একই রাস্তায় অনেক গাড়ি চলতে পারে তাই বলে সমস্যা হলে আমি উভয় পক্ষে সভাপতি কে এনে সমাধান করে দিবো।
উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক
চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম
channel26ltd@gmail.com
১০৭ মতিঝিল বা/এ ( খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০
০১৬২৫৫৫৫০১২
Copyright © 2025 Cannel26 LTD. All rights reserved.