নিজস্ব প্রতিনিধি (দ্বীপক চন্দ্র সরকার), নেত্রকোণা:
নেত্রকোনা আটপাড়া উপজেলা বাগজান এলাকায় সিএনজি ও বাস এর মুখোমুখি সংঘর্ষে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামাল (৫২) নিহত আরও দুই যাত্রী আহত হয়েছে।
২৯ জানুয়ারি, বুধবার নেত্রকোনা-তেলিগাতী সড়কের বাগজান এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত কামরুজ্জামান কামাল আটপাড়া উপজেলার দুওজ ইউনিয়নের শ্রীরামপাশা গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে। তিনি দীর্ঘ দিন যাবৎ দুওজ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিল।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, কামরুজ্জামান কামাল নেত্রকোনা জেলা সদরে বসবাস করতেন। সেই জন্য তিনি প্রায়ই গ্রামের বাড়িতে যাতায়াত করতেন।
বুধবার সকালে তিনি বাসা থেকে বের হয়ে একটি সিএনজি করে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। তার সিএনজিটি নেত্রকোনা-তেলিগাতী সড়কের বাগজান এলাকায় পৌছলে মদন থেকে নেত্রকোনাগামী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনার সিএনজির অপর দুই যাত্রী আহত হয়।
এ ব্যাপারে আটপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, মৃতদেহটি উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনা স্থল থেকে বাস ও সিএনজি জব্দ করা হয়েছে।
উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক
চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম
channel26ltd@gmail.com
১০৭ মতিঝিল বা/এ ( খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০
০১৬২৫৫৫৫০১২
Copyright © 2025 Cannel26 LTD. All rights reserved.