হারুন অর রশিদ, স্টাফ রিপোর্টার:
"জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়", প্রতিপাদ্যে জয়পুরহাটের কালাইয়ে দুইদিন ব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে ২৯ শে জানুয়ারি ২০২৫ বুধবার সকাল ৯:০০ ঘটিকায় কালাই সরকারি মহিলা কলেজ প্রাঙ্গনে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার বসে। ফিতা কেটে ও বেলুন উড়িয়ে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করেন কালাই উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীমা আক্তার জাহান।
উক্ত মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিষয় তুলে ধরে জাঁকজমকপূর্ণ স্টল স্থাপন করেছে, যা চোখে পড়ার মতো। উদ্বোধনের পর উপজেলা নির্বাহী অফিসার মহোদয় স্টল গুলো ঘুরে ঘুরে পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের কে বিষয়গুলি সম্পর্কে প্রশ্ন করে সঠিক উত্তর পেয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলার বিভিন্ন শিক্ষার প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষক, শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। ৩০ শে জানুয়ারি ২০২৫ বৃহস্পতিবার অত্র জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার আনুষ্ঠানিক ভাবে সমাপ্তি ঘটবে।
উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক
চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম
channel26ltd@gmail.com
১০৭ মতিঝিল বা/এ ( খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০
০১৬২৫৫৫৫০১২
Copyright © 2025 Cannel26 LTD. All rights reserved.