লেখক মোঃ সাইফুল ইসলাম।
বাবারে আবির তুমি কোথায় চলে গেলে।
তোমাকে আর কোনদিন এই দুনিয়ায় খুঁজে পাবো না।
অনেক কষ্ট বেদনা নিয়ে বেঁচে থাকতে হবে আমাদের।
বাবা আবির তোমার স্মৃতিগুলো মনে থাকবে চিরকাল।
বাবা আবির তোমাকে দেখতে অনেক লোক এসেছে বাড়িতে।
আত্মীয়-স্বজন ''রা তোমার কথা শুনে সবাই ছুটে এসেছে।
তোমাকে আর কখনো পাবোনা।
তোমার খেলার সাথীরা আমাদের বাড়িতে এসেছে।
বাবা আবির তোমাদের ইস্কুলের বন্ধু বান্ধব সবাই তোমার কথা ভাবছে।
বাবা আবির তোমাকে নিয়ে আমার অনেক আশা ছিল অনেক বড় মাওলানা হবে।
বাবা আবির সেই আশা আমার আর পূরণ হলো না।
তোমার কি হয়েছিল বাবা আমাকে একবার বল নাই।
সবার প্রশ্ন একটাই বাবা কেন তুমি যমুনা নদীতে ।
আর কাকে ডাকবো বাবা আবির করে।
তোমার মৃত্যু টা কেন এমন হলো বাবা আবির আমার খুব জানতে ইচ্ছে করে।
হে আল্লাহ আমার সন্তানের মৃত্যুতে তুমি তাকে জান্নাতবাসী করো মালিক, এছাড়া তো আমাদের আর কিছু করার নেই ।
হে আল্লাহ শুধু দুখানা হাত দিয়ে মুনাজাত করি আমার সন্তানকে তুমি জান্নাতের ফুল বাগানে রাখিও মালিক।
আমার সন্তানের জন্য সকলেই দোয়া করবেন আমি আপনাদের কাছে দুহাত তুলে দোয়া চাই।
উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক
চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম
channel26ltd@gmail.com
১০৭ মতিঝিল বা/এ ( খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০
০১৬২৫৫৫৫০১২
Copyright © 2025 Cannel26 LTD. All rights reserved.