টাঙ্গাইলের কালিহাতীতে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে কলেজ শিক্ষার্থীসহ দুইজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলার পুংলী এবং মগড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে৷
নিহতরা হলেন- সদর উপজেলার গালা গ্রামের নূরনব্বীর মেয়ে চায়না আক্তার (২৫) এবং অপরজনের পরিচয় পাওয়া যায়নি।
চায়না আক্তার ভূঞাপুর ইব্রাহীম খাঁ কলেজের অনার্সের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
রেলওয়ে পুলিশ জানায়, পুংলী এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহত কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। পরে সুরতহাল শেষে নিহতের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
অপরদিকে মগড়া এলাকায় এক ব্যক্তি ট্রেনের নিচে কাটা পড়েন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পেয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে টাঙ্গাইল হাসপাতালে ভর্তি করে। দুপুরের দিকে আহত ব্যক্তি টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
টাঙ্গাইল ঘারিন্দা রেলওয়ে পুলিশের এসআই আলী বাংলানিউজকে জানান, ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে দুইজনের মৃত্যু হয়েছে।
উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক
চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম
channel26ltd@gmail.com
১০৭ মতিঝিল বা/এ ( খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০
০১৬২৫৫৫৫০১২
Copyright © 2025 Cannel26 LTD. All rights reserved.